Flood: সাংঘাতিক ভয়ঙ্কর...! সব যেন গিলে খাচ্ছে! ২০১৩ সালের ভয়ানক স্মৃতি আবারও ফিরে এসেছে, এবার কী হবে?

Last Updated:

Flood: ফিরে এসেছে ২০১৩ সালের বন্যার স্মৃতি। সেইবার কাঁসাই নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পাঁশকুড়া ও তমলুক ব্লকের বিস্তৃর্ণ এলাকা। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ২০২৪ সালে।

+
এদিকে

এদিকে এরইমধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছ থেকে প্রবল জোরে হাওয়ার প্রবাহ থাকবে৷ গড়ে ৩৫-৪৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে৷ হাওয়ার গাস্টিং স্পিড সর্বোচ্চ ৫৫ কিমি প্রতি ঘণ্টা হবে৷

পাঁশকুড়া: ১৮ সেপ্টেম্বর ভোররাতে নদী বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকায়। নিম্নচাপের বৃষ্টির জল ও কংসাবতী ব্যারেজের জল ছাড়া ফলে কংসাবতী নদীতে জলের স্তর বেড়েছে। জলের স্তর বাড়ায় পাঁশকুড়া কাঁসাই নদীর বাঁধ ভেঙে পাঁশকুড়া বিধানসভা এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় ফিরে এসেছে ২০১৩ সালের বন্যার স্মৃতি। সেইবার কাঁসাই নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পাঁশকুড়া ও তমলুক ব্লকের বিস্তৃর্ণ এলাকা। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ২০২৪ সালে।
গভীর নিম্নচাপের কারণে শেষ সপ্তাহের শুক্রবার থেকে চলতি সপ্তাহের সোমবার সকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এর পাশাপাশি নিম্নচাপ থাকা হয়ে বৃষ্টি শুরু হয়েছে ঝাড়খন্ড শহর পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে। কংসাবতী নদীর অববাহিকায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নদীতে জল স্তর বৃদ্ধি পায়। তার ওপর কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়া পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের নদী বাঁধ বিভিন্ন এলাকা ভেঙে প্লাবিত হয়েছে। প্লাবিত হয়েছে পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ড এবং ১৮ নম্বর ওয়ার্ডের রানিহাটির কাছে নদী বাঁধে বড় ভেঙে যায় এদিন ভোরে। পাশাপাশি সকালে আরও দুই জায়গায় নদী বাঁধ ভেঙে যায়।
advertisement
advertisement
জল যন্ত্রনা যেন পিছু ছাড়ছে না তাঁদের, কংসাবতী গিলে খেয়েছে তাঁদের বাসস্থান আশ্রয় রাস্তায়।তিন ধাপে ডিভিসি জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। প্রথম ৩০ হাজার, দ্বিতীয় ৪০ হাজার, এবং তৃতীয় ধাপে ৪৫ হাজার কিউসিক জল ছাড়ায় ফুলে ফেঁপে উঠেছে কংসাবতী নদী, আর তাঁর জেরেই ভেঙে যায় একাধিক জায়গায় নদী বাঁধ। এ বিষয়ে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুজিত রায় জানান, ” কংসাবতী নদীতে সর্বোচ্চ জলস্তর বেড়েছিল ২০২১ সালে। এবার তার থেকেও বেশি জলস্তর। ধাপে ধাপে কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। সেই জল আগামী দু-তিন দিন আসবে নদীতে। ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় নদীবাদ ভেঙে পাঁশকুড়া পৌরসভার আঠারোটি ওয়ার্ডের পাশাপাশি পাঁশকুড়া পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির বিস্তীর্ণ এলাকা প্লাবিত। উদ্ধার কাজ শুরু হয়েছে।”
advertisement
এদিন সকাল থেকেই জল ঢুকছে পাঁশকুড়ার পৌর এলাকার পাশাপাশি পঞ্চায়েত এলাকায়। পাঁশকুড়া পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডেই নদীর জল প্রবেশ করছে। পাঁশকুড়া পৌর এলাকার পাশাপাশি। পাঁশকুড়া ব্লকে প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে জল ঢুকছে। এমনকি পাঁশকুড়া ব্লক প্রশাসনের কার্যালয়ে ধীরে ধীরে জল ঢুকেছে। ইতিমধ্যেই পাঁশকুড়ার এই নদী বাঁধ ভেঙে প্লাবিত এলাকায় এন ডি আর এফ টিম নামিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষকে অস্থায়ী আশ্রয় হিসেবে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flood: সাংঘাতিক ভয়ঙ্কর...! সব যেন গিলে খাচ্ছে! ২০১৩ সালের ভয়ানক স্মৃতি আবারও ফিরে এসেছে, এবার কী হবে?
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement