West Bardhaman News: মাত্র ১০ টাকায় পাবেন ৫টি আলুর চপ, সন্ধ্যে হলেই উপচে পড়বে ভিড়, দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন 'এই' দোকানে, কোথায় জানেন?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Dipika Sarkar
Last Updated:
West Bardhaman News: অগ্নিমূল্যের বাজারে দুর্গাপুর শিল্পাঞ্চলে ১০ টাকায় আজও মেলে পাঁচটি আলুর চপ। শুনে অবাক হচ্ছেন তাই তো! হ্যাঁ দুর্গাপুরে দুর্গাদার আলুর চপ তাই ব্যাপক বিখ্যাত।
দুর্গাপুর: অগ্নিমূল্যের বাজারে দুর্গাপুর শিল্পাঞ্চলে ১০ টাকায় আজও মেলে পাঁচটি আলুর চপ। শুনে অবাক হচ্ছেন তাই তো! হ্যাঁ দুর্গাপুরে দুর্গাদার আলুর চপ তাই ব্যাপক বিখ্যাত। এক বেলাতেই মাত্র কয়েক ঘণ্টায় হাজারের অধিক সুস্বাদু আলুর চপ বিক্রি হয়ে যায় দুর্গাদার দোকানে। প্রতিদিন প্রায় ২০ কেজি আলুর চপ তৈরি করেন তিনি। যেখানে দুর্গাপুর শিল্পাঞ্চলে একটি আলুর চপের বাজার মূল্য ছয় থেকে ১০ টাকা। সেই বাজারে দুর্গাদার ১০ টাকায় পাঁচটি আলুর চপ আজও হিট।
দুর্গাপুরের দুর্গাদাসের দোকানে আট বছর ধরে আজও মেলে ১০ টাকায় পাঁচটি আলুর চপ। অর্থাৎ এক একটি চপের দাম মাত্র ২ টাকা। জানা গিয়েছে, প্রতিদিন হাজারেরও অধিক চপ বিক্রি করেন দুর্গাদাস বাবু। প্রায় ২৫ বছর ধরে চলছে তাঁদের এই চপের ব্যবসা। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর এলাকার চপ বিক্রেতা দুর্গাদাস বাবুর দাবি, দীর্ঘদিনের পৈতৃক এই ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতেই স্বল্পদামে চপ বিক্রি করেন তিনি।
advertisement
advertisement
তাঁর বাবা ধীরেন লৌ প্রথম মোড়ের মাথায় ঠেলাগাড়িতে করে চপ বিক্রি করা শুরু করেছিলেন মাত্র ৫০ পয়সা করে। বার্ধক্যজনিত কারণে তিনি আর চপ বিক্রি করেন না। বর্তমানে তাঁর ছেলে দুর্গাদাস লৌ বাবার চপের ব্যবসা সামলাচ্ছেন। পৈতৃক ব্যবসার ধারাবাহিকতা রক্ষায় তিনি মরিয়া। ৫০ পয়সা থেকে চপের দাম প্রথমে এক টাকা হয়েছিল। কয়েক বছর আগে এক টাকা থেকে বাড়িয়ে চপের দাম দু’ টাকা হয়েছে।
advertisement
দীর্ঘ প্রায় ৮-১০ বছর ধরে দাম বাড়ানো হয়নি। কেবল আলুর চপ নয় ভেজিটেবল চপ, ব্রেড চপ, পকোড়া, ডিমসেদ্ধ ও ঘুগনিও ব্যপক হারে বিক্রি হয় এখানে। তাই সবরকম আইটেম মিলিয়ে ব্যবসায় ভালই মুনাফা লাভ করেন দুর্গাদাসবাবু।
advertisement
দীপিকা সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 7:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: মাত্র ১০ টাকায় পাবেন ৫টি আলুর চপ, সন্ধ্যে হলেই উপচে পড়বে ভিড়, দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন 'এই' দোকানে, কোথায় জানেন?