Thunderstorm || মর্মান্তিক! বজ্রাঘাতে আহত দুই পরিবারের পাঁচ জন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় বাড়ির দাওয়ায় বসেছিলেন তাঁরা।
#সিমলাপাল: বজ্রঘাতে আহত হয়েছেন দুই পরিবারের পাঁচ জন। এর মধ্যে তিনজন মহিলা। আহতদের ভর্তি করা হয়েছে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। শুক্রবার বিকালে সিমলাপাল থানার ধানখুনিয়া ও কানাকাটা গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় বাড়ির দাওয়ায় বসেছিলেন তাঁরা। এরপরেই বজ্রপাত! প্রত্যকেই বাড়ির দাওয়ায় লুটিয়ে পড়ে। পরে এলাকার মানুষ তড়িঘড়ি আহতদের উদ্ধার করে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। জানা গেছে এই বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন কানকাটা গ্রামে ১ মহিলা, ধানখুনিয়া গ্রামের ৪ জন।
advertisement
advertisement
সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। ভারী বৃষ্টি দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও। বৃষ্টি হবে পঞ্জাব, হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গে কার্যত দেরিতে বর্ষা ঢুকছে একথা বলাই যায়। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই।"
advertisement
Priyabrata Goswami
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2022 11:53 PM IST