Fishing Trawler accident in Tornado: ভয়াবহ দুর্ঘটনা! মিনি টর্নেডোর গ্রাসে সমুদ্র থেকে উবে গেল আস্ত ট্রলার! নিখোঁজ ৯ মৎস্যজীবী!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Fishing Trawler accident in Tornado: সমুদ্রে সৃষ্টি হওয়া টর্নেডোর কবলে পড়ে ডুবে গিয়েছে ট্রলার। শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।
কলকাতা: গভীর রাতে বঙ্গোপসাগরের ট্রলার দুর্ঘটনা! নিখোঁজ ট্রলারের মাঝি-সহ ৯ জন মৎস্যজীবী। সমুদ্রে সৃষ্টি হওয়া টর্নেডোর কবলে পড়ে ডুবে গিয়েছে ট্রলার। শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। আবহাওয়ার ফেরেই এমন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ট্রলারটি।
এ বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, “গভীর রাতে আচমকাই সমুদ্রে টর্নেডোর সৃষ্টি হয়। এই ঘটনার জেরে এফ.বি. বাবা গোবিন্দ নামে একটি ট্রলার উল্টে যায়। আশেপাশের ট্রলার গুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পান। তাঁরা এসে ৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছেন। এখনও ৯ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন।”
advertisement
advertisement
মৎস্যজীবীদের অনুমান, বাকিরা ওই ট্রলারের ভেতরে আটকে পড়েছেন। ট্রলারটিকে সোজা করা হয়েছে। কিন্তু চারিদিকে জাল থাকার কারণে ট্রলারের ভেতরে তল্লাশি করা যাচ্ছে না। বর্তমান ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে।
বিশ্বজিৎ হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2024 12:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fishing Trawler accident in Tornado: ভয়াবহ দুর্ঘটনা! মিনি টর্নেডোর গ্রাসে সমুদ্র থেকে উবে গেল আস্ত ট্রলার! নিখোঁজ ৯ মৎস্যজীবী!