Fishing Cat in Sunderban: রাস্তার ধারের ঝোপে বিকট আওয়াজ! কাছে যেতেই যা বেরিয়ে এল...হাফ ছেড়ে বাঁচল সকলে

Last Updated:

Fishing Cat in Sunderban: স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা বিধানসভার অন্তর্গত উত্তর গোপালনগর এলাকায় রাস্তার ধার থেকে এক পথচারী ব্যক্তি যাওয়ার সময় ঝোপের মধ্যে একটি বন্য জন্তুকে দেখতে পায় পথচারী ব্যক্তি।

+
বাঘরোল 

বাঘরোল 

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে চিতা বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে! আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা, ভয়ে ঘরবন্দী হয়ে পড়ে এলাকার মানুষজনেরা। স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা বিধানসভার অন্তর্গত উত্তর গোপালনগর এলাকায় রাস্তার ধার থেকে এক পথচারী ব্যক্তি যাওয়ার সময় ঝোপের মধ্যে একটি বন্য জন্তুকে দেখতে পায় পথচারী ব্যক্তি। জন্তুর গায়ের ডোরাকাটা দাগ দেখে আতঙ্কিত হয়ে পড়ে পথচারী ব্যক্তি। ভয়ে চিৎকার শুরু করে দেয় পথচারী ব্যক্তি। ওই ব্যক্তির চিৎকার শুনে স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে, এরপর ওই ব্যক্তি বন্য জন্তুর বর্ণনা দিলে এলাকার মানুষজনেরা আতঙ্কিত হয়ে পড়ে।
আরও পড়ুনঃ কসবা গণধর্ষণ কাণ্ডে নয়া মোড়! মনোজিতের ফোনে যা মিলল ভয় ধরিয়ে দেবে! তিন অভিযুক্তের আসলে কী লক্ষ্য ছিল জানেন! পুলিশের হাতে নয়া তথ্য
এলাকার মানুষজনেরা প্রথমে ওই জন্তুর বর্ণনা শুনে প্রাথমিকভাবে মনে করেছিল ওই জন্তু চিতাবাঘ কিংবা বাঘের শাবক। মুহূর্তের মধ্যে অজানা আতঙ্কে গোটা গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে। গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেয় বনদফতরের গ্রামবাসীদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামগঙ্গা বনদফতরের আধিকারিকেরা। এরপর বন কর্মীরা ওই এলাকা তন্ন ন্ন করে তল্লাশি চালায় এরপর ওই অজানা জন্তুকে ধরার জন্য পাতা হয় খাঁচা। অবশেষে ওই খাঁচায় ধরা পড়লো অজানা জন্তু। এরপর বনদফতরের কর্মীরা ওই জন্তুকে দেখে গ্রামবাসীদের আশ্বস্ত করেন এই জন্তু বাঘ কিংবা চিতা বাঘ নয় এই জন্তু হল বাঘরোল। এই প্রাণীটিকে গ্রাম বাংলার মানুষেরা মেছো বিড়াল হিসাবে পরিচিত।
advertisement
advertisement
গ্রামবাসীরা বনদফতর এর এই আশ্বাসে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওই জন্তুদের গায়ে আঘাতের চিহ্ন পেয়েছে বনকর্মীরা ওই প্রাণীটিকে চিকিৎসা করানোর জন্য বনদফতরের কর্মীরা পাথরপ্রতিমা পশু চিকিৎসালয় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বনদফতরের সূত্রে খবর এই প্রাণীটিকে সুস্থ করে পুনরায় জঙ্গলে ছেড়ে দেয়া হবে।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fishing Cat in Sunderban: রাস্তার ধারের ঝোপে বিকট আওয়াজ! কাছে যেতেই যা বেরিয়ে এল...হাফ ছেড়ে বাঁচল সকলে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement