Fishing Boat License Controversy: কলকাতায় বসে বোট লাইসেন্স নিয়ে সুন্দরবনে ভাড়া কাটানোর দিন শেষ! এবার পুরো নিয়মই বদলে দিল সরকার

Last Updated:

মাছ ধরার মরসুম শুরু হওয়ার আগে বোট লাইসেন্স সার্টিফিকেট নিয়ে বিতর্ক

মাছ ধরার ট্রলার 
মাছ ধরার ট্রলার 
দক্ষিণ ২৪ পরগনা: পয়লা জুলাই থেকে সুন্দরবনের ক্যানিং, ঝড়খালি ও গোসাবা এলাকায় নদীতে মাছ ধরার মরসুম শুরু হবে। সেজন্য কয়েকদিন পর থেকে দেওয়া হবে বোট লাইসেন্স সার্টিফিকেট। কিন্তু তার আগে বিষয়টি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। কারণ মৎস্যজীবীদের একাংশের অভিযোগ, সুন্দরবন টাইগার রিজার্ভ শুধুমাত্র গোসাবা এলাকার মৎস্যজীবীদের লাইসেন্স দেবে বলেছে। কারণ ওই এলাকাটি তাঁদের এক্তিয়ারের মধ্যে পড়ে। বাকি এলাকা তাদের এক্তিয়ারের বাইরে।
এমনটা হলে বঞ্চিত হবেন সুন্দরবনের অন্যান্য প্রান্তের প্রচুর মৎস্যজীবী। এই নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা। যদিও টাইগার রিজার্ভ থেকে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ করা হবে। সূত্রের খবর, শুধু ক্যানিং মহকুমা থেকেই নয়, কুলতলি, পাথরপ্রতিমা, রায়দিঘি ইত্যাদি এলাকা থেকেও বহু মৎস্যজীবী মাতলা, বিদ্যাধরী প্রভৃতি নদীতে মাছ ধরতে আসেন। কিন্তু এবারে আদৌ তাঁরা সেটা করতে পারবেন কিনা, তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। বিভিন্ন মৎস্যজীবী সংগঠন এই নিয়ে টাইগার রিজার্ভের ভূমিকায় ক্ষুব্ধ।
advertisement
advertisement
সুন্দরবন মৎস্যজীবী যৌথ সংগ্রাম কমিটির সম্পাদক ও সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটির সম্পাদক বলেন, শুধু গোসাবার বাসিন্দা মৎস্যজীবীদের লাইসেন্স দিলে চলবে না। অন্যান্য এলাকার মৎস্যজীবীদেরকেও মাছ ধরার ছাড়পত্র দিতে হবে। এদিকে, কিছুদিন বাদেই সুন্দরবন টাইগার রিজার্ভে লাইসেন্স নিয়ে বৈঠক হতে চলেছে। সেখানে সবাইকে সেটা দেওয়ার জোরালো দাবি জানানো হবে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে মৎস্যজীবীদের আশ্বস্ত করেছেন বনমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, “যোগ্য মৎস্যজীবীদেরই লাইসেন্স দেওয়া হবে। স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে বেশ কিছু অভিযোগ আমার কাছে এসেছিল। এলাকার বাসিন্দাই নন, এমনকি কলকাতায় বসে কেউ কেউ বোট লাইসেন্স নিয়ে সেটা ভাড়ায় খাটাচ্ছেন। এদের কোনভাবেই লাইসেন্স দেওয়া হবে না।” প্রসঙ্গত, কিছুদিন আগেই এই ইস্যুতে সুন্দরবনের বিধায়কদের নিয়ে একটি বৈঠক করেছিলেন বনমন্ত্রী। সেখানে লাইসেন্স সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছিল।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fishing Boat License Controversy: কলকাতায় বসে বোট লাইসেন্স নিয়ে সুন্দরবনে ভাড়া কাটানোর দিন শেষ! এবার পুরো নিয়মই বদলে দিল সরকার
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement