Solid Waste Management Project: বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর! সহজেই হাতের কাছে মিলবে কাজের সুযোগ, নতুন প্রকল্প শুরু হচ্ছে নিমপীঠে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
নিমপীঠে যে প্রকল্প শুরু হচ্ছে তার মাধ্যমে কাজের সুযোগ পাবেন বেকার যুবক-যুবতীরা
দক্ষিণ ২৪ পরগনা: কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা উদ্বোধন হয়ে গেল নিমপীঠে। জয়নগর দুই নং ব্লকের ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নিমপীঠের রানাঘাটায় কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন হয়ে গেল। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও দূষণমুক্ত, সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে এসডব্লিউএম (সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট) প্রকল্পের মাধ্যমে এই কাজটি শুরু হল।
ফুটিগোদা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতি বাড়ি থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করে এনে মেশিনের সাহায্য নিষ্কাশন করা হবে এবং তা থেকে বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। এদিন বিডিও মনোজিত বসু বলেন, জয়নগর দুই নং ব্লকের ফুটিগোদা পঞ্চায়েত দিয়ে এই কাজের সূচনা হল। এর পরে মনিরতট ও চুপড়িঝাড়া পঞ্চায়েত এলাকায় এই প্রকল্পের কাজ শুরু হবে।
advertisement
advertisement
গ্রামাঞ্চলে কঠিন বর্জ্য মূলত জৈব এবং জৈব-পচনশীল। বর্তমানে, জৈব-পচনশীল কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য উপলব্ধ প্রযুক্তি হল কম্পোস্টিং এবং ভার্মিকম্পোস্টিং। কম্পোস্টিং একটি ঝামেলামুক্ত সহজ কৌশল যেখানে উদ্ভিজ্জ বর্জ্য, বাগানের বর্জ্য, কৃষি বর্জ্য এবং গবাদি পশুর গোবর থেকে অপরিশোধিত সার তৈরি করা যায়। অন্যদিকে ভার্মিকম্পোস্টিং জৈব উপাদান ভেঙে ফেলার জন্য বিভিন্ন প্রজাতির কীট ব্যবহার করে, পুষ্টি সমৃদ্ধ উচ্চমানের কম্পোস্ট তৈরি করে। এই দুটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শৌচাগারের বর্জ্য পদার্থ সংগ্রহ করা হবে। সংগ্রহ করার জন্য দুটি গাড়ি থাকবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, এখন পরীক্ষামূলকভাবে এই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। সফলতা মিললে ভবিষ্যতে আরও বেশ কয়েকটি এরূপ প্রকল্প গড়ে তোলা হবে। এখানে বেশ কয়েকজন বেকার যুবক যুবতির কর্মসংস্থানও হবে। এই আর্থিক বর্ষে প্রকল্পটির উদ্বোধন করা হবে। তাই জোর কদমে চলছে এখন এই প্রকল্পটির কাজ।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 3:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Solid Waste Management Project: বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর! সহজেই হাতের কাছে মিলবে কাজের সুযোগ, নতুন প্রকল্প শুরু হচ্ছে নিমপীঠে