Bardhaman: বর্ষার দামোদরে জাল ফেলেছিলেন জেলেরা, জালে মাছের সঙ্গে যা উঠল..হাড়হিম কাণ্ড!
- Published by:Suman Majumder
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Bardhaman- জালের মধ্যে জড়িয়ে রয়েছে বিশালাকার এক সাপ। ডাঙায় তোলার পর সাপটিকৈ মৃত অবস্থায় পাওয়া যায়। বিশাল আকারের সাপ দেখতে ভিড় করে অনেকে। বর্ধমানের সদরঘাটের ঘটনা।
বর্ধমান: জল বেড়েছে দামোদরে। মাছ ধরতে জাল পেতে রাখছেন মৎস্যজীবীরা। রবিবার সকালে সেই জাল টেনে ডাঙায় তুলতেই অবাক জেলেরা। জালের মধ্যে ওটা কী! দেখেই চক্ষু চড়কগাছ সকলের।
জালের মধ্যে জড়িয়ে রয়েছে বিশালাকার এক সাপ। ডাঙায় তোলার পর সাপটিকৈ মৃত অবস্থায় পাওয়া যায়। বিশাল আকারের সাপ দেখতে ভিড় করে অনেকে। বর্ধমানের সদরঘাটের ঘটনা।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাপটি ইন্ডিয়ান রক পাইথন। দামোদরের জলে পাইথনটি ভেসে এসেছিল। রাতেই সাপটি মৎস্যজীবীদের জালে আটকে পড়ে। রবিবার সকালে জাল টেনে ডাঙায় তোলা হয়। জালের ওজন ভারি থাকায় বড় মাছ উঠেছে বলে মনে করেছিলেন জেলেরা। কিন্তু জাল ডাঙায় তোলার পর পাইথনটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
advertisement
advertisement
কী কারণে সাপটির মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাণী বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, অনেক সময় নদীতে কারেন্ট জাল ব্যবহার করা হয়। সেই জালের ফাঁসে দীর্ঘক্ষণ আটকে থেকে সাপটির মৃত্যু হতে পারে। সাপটির মৃত্যুর আসল কারণ জানতে মৃত সাপের ময়না তদন্ত হওয়া প্রয়োজন।
ইন্ডিয়ান রক পাইথন ভারতের বৃহত্তম সাপগুলির মধ্যে অন্যতম। এটি ময়াল সাপ বা দেশি অজগর নামেও পরিচিত। ইন্ডিয়ান রক পাইথন মূলত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে পাওয়া যায়। এটি ভারত, দক্ষিণ নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান এবং বাংলাদেশে দেখা যায়।
advertisement
এরা বিভিন্ন ধরনের পরিবেশে যেমন – তৃণভূমি, জলাভূমি, পাথুরে ঢাল, বনভূমি, খোলা বন এবং নদী উপত্যকায় বাস করে।এদের বসবাসের জন্য জলের একটি নির্ভরযোগ্য উৎস প্রয়োজন। পরিত্যক্ত স্তন্যপায়ী প্রাণীর গর্ত, ফাঁপা গাছ, ঘন জলজ উদ্ভিদ এবং ম্যানগ্রোভের ঝোপঝাড়ে এরা লুকিয়ে থাকে।
আরও পড়ুন- বঙ্গোপসাগরে পরপর ট্রলারডুবি! কোথায় আসল খামতি! রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন
সাধারণত দিনের বেলায় এরা গাছের শাখায় বা রোদে শুয়ে থাকতে পছন্দ করে এবং সন্ধs থেকে ভোর পর্যন্ত সক্রিয় থাকে। এই সাপ বিষহীন। এদের ওজন ৯০ কেজি পর্যন্ত হতে পারে।
advertisement

বর্ষার দামোদরে পাইথন!
এদের রঙ সাধারণত সাদাটে বা হলদেটে হয় এবং বাদামী বা গাঢ় বাদামী রঙের ছাপযুক্ত নকশা থাকে। এই সাপ নিশাচর এবং মূলত স্থলচর হলেও প্রয়োজনে গাছে চড়তে পারে। এরা চমৎকার সাঁতারু এবং ৩০ মিনিট পর্যন্ত জলের নিচে শ্বাস ধরে রাখতে পারে। বেশিক্ষণ জলের তলায় জালে জড়িয়ে থাকার কারণেই সাপটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা বিশেষজ্ঞদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2025 6:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman: বর্ষার দামোদরে জাল ফেলেছিলেন জেলেরা, জালে মাছের সঙ্গে যা উঠল..হাড়হিম কাণ্ড!