South 24 Parganas News: বঙ্গোপসাগরে পরপর ট্রলারডুবি! কোথায় আসল খামতি! রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
South 24 Parganas News: ইলিশের মরশুমের শুরুতেই ট্রলারডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাকিলা ট্রলারের পর এফবি মা দুর্গাও দুর্ঘটনার কবলে পড়ে।
কাকদ্বীপ: বঙ্গোপসাগরে পরপর ট্রলার ডুবি নিয়ে ট্রলারের রক্ষণাবেক্ষণ নিয়ে উঠল প্রশ্ন। ব্যান পিরিয়ড চলাকালীন সাধারণত ট্রলারগুলি রক্ষণাবেক্ষণ করা হয়। কিন্তু সেখানে কী খামতি হচ্ছে কোথাও তা নিয়ে উঠেছে প্রশ্ন।
ইলিশের মরশুমের শুরুতেই ট্রলারডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাকিলা ট্রলারের পর এফবি মা দুর্গাও দুর্ঘটনার কবলে পড়ে। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন দুই ট্রলারের ২৯ জন মৎস্যজীবী।
ডুবে যাওয়া দুই ট্রলার এফবি সাকিলা ট্রলারের ১৩ জন মৎস্যজীবী এবং এফবি মা দুর্গা নামে আরও একটি ট্রলারের ১৬ জন মৎস্যজীবীকে উদ্ধার করে এনেছেন অন্য ট্রলারের মৎস্যজীবীরা।
advertisement
advertisement
উদ্ধার হওয়া মৎস্যজীবীদের হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পরপর দু’টি ট্রলার ডুবির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের মৎস্যজীবী মহলে। রক্ষণাবেক্ষণের অভাবেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তারা।
এই সময় কোনওরকম প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা নেই। তাও সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারের পাটাতন ফেটে এই ঘটনা ঘটছে। এই ঘটনার পর ট্রলারগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এখনও পর্যন্ত সমস্ত মৎস্যজীবী সুস্থ রয়েছে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2025 3:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বঙ্গোপসাগরে পরপর ট্রলারডুবি! কোথায় আসল খামতি! রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন