Lobster News: ইলিশ ভেটকি নয় চিংড়ির ব্যবসায়ে লাভ হচ্ছে মৎস্যজীবীদের, কীভাবে জানুন
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
এ বছর মাছের ব্যবসায় খুব একটা লাভ হয়নি মৎস্যজীবীদের। ইলিশ ছিল না খুব একটা। তবে নোনা জলের মাছ না মিললেও চিংড়ি মিলেছে ভাল পরিমাণে।
দক্ষিণ ২৪ পরগনা: এ বছর মাছের ব্যবসায় খুব একটা লাভ হয়নি মৎস্যজীবীদের। ইলিশ ছিল না খুব একটা। তবে নোনা জলের মাছ না মিললেও চিংড়ি মিলেছে ভাল পরিমাণে। নোনা জলের চিংড়ি হিসাবে পরিচিত বাগদা চিংড়ি। মোহনা থেকে ধরে আনা এই চিংড়ি কম দামেই কিনছেন ব্যবসায়ীরা। তারপর সেগুলির খোসা ছাড়িয়ে পাঠানো হচ্ছে বাইরে।এই কাজ করে লাভ হচ্ছে অনেক। এক্ষেত্রে চিংড়ি চাষ করার ঝামেলা নেই। চিংড়ি চাষ করলে চিংড়ি রোগাক্রান্ত অথবা মারা গেলে ক্ষতি হয়। কিন্তু এই পদ্ধতিতে চিংড়ি মোহনা থেকে নিয়ে আসলে সেই ঝামেলা পোহাতে হচ্ছে না মৎস্যজীবীদের।
খোসা ছাড়ানোর পর চিংড়ি গুলি ক্যারেটে ভর্তি করা হয়। তারপর সেগুলি পাঠানো হয় বাইরে। সেখান থেকে চিংড়ি যায় বিদেশে। এই চিংড়ি চাষের ঝামেলা নেই। অন্যান্য মাছ না মিললেও সমস্যা নেই।
advertisement
advertisement
শুধু চিংড়ি কিনে খোসা ছাড়িয়ে বাইরে পাঠাতে হয়। দিনে মাত্র কয়েক ঘন্টার কাজ। তাতেই লাভ হচ্ছে বিপুল পরিমাণে। ফলে অনেকেই এই চিংড়ি ব্যবসায় নেমেছেন। এখন মাছের ব্যবসা থেকে চিংড়ি ব্যবসায়ে ভাল লাভ হচ্ছে বলে জানিয়েছেন এক ব্যবসায়ী আমজেদ বৈদ্য। বিকল্প আয়ের পথ হিসাবে মৎস্যজীবীদের এখন দিশা দেখাচ্ছে এই চিংড়ি ব্যবসা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2024 5:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lobster News: ইলিশ ভেটকি নয় চিংড়ির ব্যবসায়ে লাভ হচ্ছে মৎস্যজীবীদের, কীভাবে জানুন