Fisherman Missing: উত্তাল ঢেউয়ের ধাক্কায় ট্রলার থেকে সমুদ্রে গিয়ে পড়ল চার মৎস্যজীবী, তিনজন উদ্ধার হলেও নিখোঁজ ১

Last Updated:

Fisherman Missing: মা অষ্টমী ট্রলারটি কেঁদো দ্বীপের কাছে ইলিশ ধরছিল। কিন্তু সেইসময় সাগরের উত্তাল ঢেউ বারবার এসে ধাক্কা দিচ্ছিল ট্রলারটিতে। একসময় এমনই এক বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলার থেকে ছিটকে জলে পড়েন যায় চারজন

ট্রলার
ট্রলার
দক্ষিণ ২৪ পরগনা: আবারও সমুদ্রের উত্তাল ঢেউয়ে তলিয়ে গেল এক মৎস্যজীবী‌। ওই মৎস্যজীবীর নাম গোপাল মণ্ডল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাগরের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের মধ্যে। গত ২৬ জুলাই কুলতলির সানকিজাহান ঘাট থেকে রওনা দিয়েছিল মা অষ্ঠমী নামে মাছ ধরার একটি ট্রলার। ট্রলারে ছিলেন ১৫ জন মৎস্যজীবী। গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরার সময় দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা অষ্টমী ট্রলারটি কেঁদো দ্বীপের কাছে ইলিশ ধরছিল। কিন্তু সেইসময় সাগরের উত্তাল ঢেউ বারবার এসে ধাক্কা দিচ্ছিল ট্রলারটিতে। একসময় এমনই এক বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলার থেকে ছিটকে জলে পড়েন যায় ওখানকার চারজন মৎস্যজীবী। তার মধ্যে তিন জনকে উদ্ধার করা গেলেও গোপাল মণ্ডল এখনও নিখোঁজ।
advertisement
advertisement
ট্রলার থেকে চার মৎস্যজীবী গভীর সমুদ্রে পড়ে গেলে বাকিরা আতঙ্কিত হয়ে ওঠেন। ওই সময় পাশে থাকা অন্যান্য ট্রলারের মৎস্যজীবীরা এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু যে উদ্ধার করার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যান গোপাল। দীর্ঘক্ষণ তাঁর সন্ধানে তল্লাশি চালানো হলেও তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হয় মৎস্যজীবীরা।
advertisement
ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে উপকূল রক্ষী বাহিনী ও প্রশাসনের নজরে গোটা বিষয়টি আনা হয়েছে। খবর পাওয়ার পর গভীর সমুদ্রে তল্লাশি শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী। কেঁদো দ্বীপ সংলগ্ন এলাকায় নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছেন অন্যান্য মৎস্যজীবীরাও। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fisherman Missing: উত্তাল ঢেউয়ের ধাক্কায় ট্রলার থেকে সমুদ্রে গিয়ে পড়ল চার মৎস্যজীবী, তিনজন উদ্ধার হলেও নিখোঁজ ১
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement