Fisherman Death: মাছ ধরতে গিয়ে প্রাণ গেল মৎসজীবীর, আর বাড়ি ফেরা হল না গণেশের! পুজোর আবহে শোকের ছায়া

Last Updated:

Fisherman Death: ডিঙি নৌকায় মাছ ধরতে গিয়ে বিপত্তি। নৌকা উল্টে নিখোঁজ ছিলেন গণেশ দাস (৩৫) নামে এক মৎসজীবী। উদ্ধার হল তাঁর মৃতদেহ। মুর্শিদাবাদের রানীনগরের মোহনগঞ্জে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে

ডিঙি উল্টে মৎসজীবীর মৃত্যু
ডিঙি উল্টে মৎসজীবীর মৃত্যু
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানীনগরে মাছ ধরতে গিয়ে ফের বিপত্তি। ডিঙি নৌকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ছিলেন ৫ জন। চারজনকে উদ্ধার করা গেলেও মৃত্যু হল এক মৎস্যজীবীর। মঙ্গলবার এই ঘটনা ঘিরে মুর্শিদাবাদের রানীনগরের মোহনগঞ্জে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে মৃত মৎস্যজীবীর নাম গণেশ দাস (৩৫)।
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার সকালে গণেশ সহ মোট পাঁচজন মৎস্যজীবী পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীতে গিয়ে এই ঘটনা ঘটে যাবে তা বুঝে উঠতে পারেননি পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ সপ্তমীতে অধরাত্রী পুজো, ত্রয়োদশীর দিন..! পাঁচথুপি সিংহবাহিনী বাড়ির ৪৫০ বছরের দুর্গাপুজো, আজও উপচে পড়ে ভিড়
দৈনন্দিন জীবিকার আশায় পদ্মা নদীতে মাছ ধরতে যান গনেশ সহ মোট ৫ জন মৎস্যজীবী। কিন্তু ভার বহন করতে না পেরে হঠাৎ মাঝনদীতে ডিঙি নৌকা উল্টে যায়। তড়িঘড়ি ৪ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। তবে গণেশ নিখোঁজ ছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফ। তাঁদের তিন ঘণ্টার চেষ্টার পর গণেশের নিথর দেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্ধার হওয়া এক মৎস্যজীবী জানিয়েছেন, আমরা সকলেই মাছ ধরতে যাই। মূলত ইলিশ মাছ ধরতেই নদীতে আসা। আজ ছোট টিনের ডিঙি নৌকা অতিরিক্ত ভার বহন করতে না পেরে নদীতে উল্টে যায়। চারজন সাঁতরে উদ্ধার হলেও গণেশ দাস নামের এক মৎসজীবী নিখোঁজ হয়ে যান। এই ঘটনায় পরিবার সহ গোটা গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fisherman Death: মাছ ধরতে গিয়ে প্রাণ গেল মৎসজীবীর, আর বাড়ি ফেরা হল না গণেশের! পুজোর আবহে শোকের ছায়া
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement