ইনকাম নিয়ে ভাবতে হবে না...! মাছ চাষে বেছে নিতে হবে এই পথ, এবার প্রশিক্ষণ দিল খোদ সরকার
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
বর্ষার এই সময় বেশিরভাগ ক্ষেত্রেই মাছের প্রজনন এবং ডিম পাড়ার উপযুক্ত কাল। সেই কারণে খাতায়-কলমে না শিখে প্রাকটিক্যাল প্রশিক্ষণ নিয়ে সহজেই তারা বুঝতেও শিখতে পারবেন এই প্রশিক্ষণের মাধ্যমে
কল্যাণী: নদিয়ার কল্যাণীতে জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ডের সহায়তায় মিঠা জলে মাছ চাষের বিশেষ প্রশিক্ষণ। মাছে ভাতে বাঙালি! দৈনন্দিন খাদ্য তালিকায় বাঙালির সঙ্গে চিরাচরিত ভাবে ঠাঁই নানা ধরনের মাছ। তবে খাল, বিল, পুকুর কমে যাওয়ার কারণে অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধিতে মাছের চাহিদা সবসময়। তাই সেই দিকেই যদি মৎস্য চাষিদের উৎসাহিত করা যায় একদিকে যেমন খাদ্যের জোগান মিলবে অন্যদিকে তাদেরও বাড়বে উপার্জন। আর এ কথা ভেবেই মৎস্যজীবীদের মিঠা জলে আধুনিক পদ্ধতিতে মাছ প্রজননের প্রশিক্ষণ দেওয়া হল এদিন।
নদিয়ার কল্যাণীতে জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ডের সহায়তায় কেন্দ্রীয় মিঠা জল জীব পালন সংস্থা ও আঞ্চলিক গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে পাবদা, শিঙি ও টেংরা মাছের প্রজনন নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। কারণ বর্ষার সময় বেশিরভাগ ক্ষেত্রেই মাছের প্রজনন এবং ডিম পাড়ার উপযুক্ত কাল। সেই কারণে খাতায়-কলমে না শিখে প্রাকটিক্যাল প্রশিক্ষণ নিয়ে সহজেই তারা বুঝতেও শিখতে পারবেন এই প্রশিক্ষণের মাধ্যমে।
advertisement
advertisement
নদিয়ার এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের বিভিন্ন জেলার মৎস্যচাষিরা মাছের প্রজননের প্রশিক্ষণ নেয়। মৎস্য বিজ্ঞানী বৈদ্যনাথ পাল বলেন, প্রশিক্ষণ নেওয়ার পর চাষিরা নিজেরাই নিজস্ব হ্যাচারিতে চারা মাছ তৈরি করে লাভবান হবেন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মৎস্য বিজ্ঞানী ডঃ সুভাষ সরকার, মৎস্য বিজ্ঞানী ডঃ আজমল হোসেন প্রমুখ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আধুনিক পদ্ধতিতে এই প্রযোজন শেখার ফলে লাভবান হবেন একদিকে মৎস্যজীবীরা পাশাপাশি একাধিক কর্মসংস্থানের নতুন করে জন্ম নেবে বলেও মনে করছেন তারা।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 30, 2025 8:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইনকাম নিয়ে ভাবতে হবে না...! মাছ চাষে বেছে নিতে হবে এই পথ, এবার প্রশিক্ষণ দিল খোদ সরকার