১০-এর পর সাত ঘণ্টা, গল্পের বই নিয়ে দ্বিতীয়দিন জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন, বললেন সৌমেন্দু

Last Updated:

সৌমেন্দুর দাবি, বাড়ির খাবারে আসতে দেওয়া হয়নি। সাত ঘন্টা চা ও বিস্কুট খেয়েই তিনি কাটিয়েছেন।

#কাঁথি: শুক্রবার প্রথম দিন ১০ ঘন্টার পর, আজ দ্বিতীয় দিন টানা প্রায় সাত ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কাঁথি থানা থেকে ছাড়া পেলেন সৌমেন্দু অধিকারী। আর বেরিয়ে এসে তিনি বললেন, ‘‘পুলিশকে সব রকম সহযোগিতা করতে সক্রিয় ভূমিকা পালন করছি। তা সত্ত্বেও দীর্ঘ সময়ের মধ্যে অধিকাংশ সময় জিজ্ঞাসাবাদ না থাকায় একাকীত্ববোধ যাতে না হয় তার জন্য বাড়ি থেকে গল্পের বই এনেছিলাম, সেগুলোও পড়তে দেওয়া হয়নি।’’
আরও পড়ুন: হারিয়ে গেল প্রাচীন বটগাছ, ভাঙনের মুখে প্রাচীন কালী মন্দির! ভয়াবহ অবস্থা মালদহে
শুভেন্দু বারংবার সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে আগেও সরব হয়েছেন, আজও সরব হয়েছেন৷ সেই রকম করেই সৌমেন্দুর দাবি, বাড়ির খাবারে আসতে দেওয়া হয়নি। সাত ঘন্টা চা ও বিস্কুট খেয়েই তিনি কাটিয়েছেন। আজ তাকে মূলত সারদা জমির মামলা নিয়ে মিসিং ফাইল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। যেহেতু তিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন।
advertisement
advertisement
তার আরও অভিযোগ, তিনি প্রায় দেড় বছর চেয়ারম্যানের পদ থেকে ছেড়ে আসার পর আরও তিনজন সেই চেয়ারে বসেছেন, দু’জন পৌর প্রশাসক ও বর্তমান চেয়ারম্যান। তাদেরকে নোটিশ করা হল না, তাদের সময়ে অভিযোগ হল সারদা জমি নিয়ে, অথচ তাদের নোটিশ না করে কেবল উদ্দেশ্য প্রণোদিতভাবে সৌমেন্দু অধিকারীকে নোটিশ করা হয়েছে ফাইল মিসিং নিয়ে। এই নিয়ে তিনি বিচার প্রার্থী হয়ে ফের উচ্চ আদালতের দারস্থ হবেন। আগামী শুক্রবার ফের কলেজ বিল্ডিং তৈরির দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সৌমেন্দু অধিকারীকে, এমনটা জানা গিয়েছে।
advertisement
Sujit Bhowmik
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১০-এর পর সাত ঘণ্টা, গল্পের বই নিয়ে দ্বিতীয়দিন জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন, বললেন সৌমেন্দু
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement