Howrah Firing: ‘পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করতে চাই’, বলেই এলোপাতাড়ি গুলি! হাওড়ায় হাড়হিম কাণ্ড

Last Updated:

Howrah Firing: দিনে দুপুরে হাওড়ার বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে চলল গুলি, অল্পের জন্য প্রাণ বাঁচালো পঞ্চায়েত প্রধানের

দিনে দুপুরে পঞ্চায়েত অফিসে চলল গুলি
দিনে দুপুরে পঞ্চায়েত অফিসে চলল গুলি
হাওড়া: দুষ্কৃতিদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিলেন পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ! বাঁকড়ায় রুদ্ধশ্বাস ঘটনা। ভোটের আগেই উত্তপ্ত হাওড়া। পঞ্চায়েত অফিসে চলল গুলি৷ জানা যায়, দুপুরে একটা নাগাদ ৭-৮ গুলি চলে, আহত একাধিক। দুষ্কৃতীদের হাত থেকে বন্দুক কেড়ে প্রাণে বাঁচেন পঞ্চায়েত প্রধান। ভোটের আগেই প্রধানকে খুন করার চেষ্টা বলেই অভিযোগ।
হাওড়ার বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত অফিসের ভিতরে এই ঘটনা। ৭-৮ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। জানা যায় এই ঘটনায় আহত ৩-৪। আচমকা মাথায় কালো কাপড় বেঁধে তিন ব্যক্তি পঞ্চায়েত অফিসে প্রবেশ করে। তিন জনের হাতে তিনটি রিভলবার ছিল। দুপুরে হাওড়ার বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তিন দুষ্কৃতী ঢুকে সদস্যদের জিজ্ঞাসা করে তাঁরা প্রধানের সঙ্গে দেখা করতে চায়, কারন জানতে চাইলে কোমর থেকে পিস্তল বের করেই গুলি চালাতে থাকে।
advertisement
advertisement
পঞ্চায়েত অফিসের কাঁচের জালনা সহ প্রধানের যে অফিস সেই অফিসের দরজা বুলেটের আঘাতে ছিদ্র হতে যায়। এই ঘটনার জেরে গুরুতর ভাবে আহত হন বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের বাবা ও কাকা-সহ আরও কয়েকজন। এই ঘটনার জেরে এলাকা বেশ উত্তপ্ত হয়ে রয়েছে। এই ঘটনায় অভিযোগ আজার উদ্দিন লস্কর, শেখ সাজিদ ও ভোলানাথ চক্রবর্তীর বিরুদ্ধে বলেই জানান পঞ্চায়েত প্রধান।
advertisement
গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এমন ঘটনা বলেই জানা যায়। সেই রাগের কারনেই প্রধানকে মারার চেষ্টা বলেই অভিযোগ। তিনি আরও বলেন, এর আগেও ওই তিন ব্যক্তি বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন। এই বিষয়ে বাঁকড়া ফাঁড়িতে জানিয়েওছিলেন প্রধান। তা সত্ত্বেও আজ একেবারেই বাঁকড়া ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দিনে দুপুরে এমন কাণ্ড ঘটে যাওয়ায় স্থানীয় মানুষের মনে আতঙ্কের রেশ।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Firing: ‘পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করতে চাই’, বলেই এলোপাতাড়ি গুলি! হাওড়ায় হাড়হিম কাণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement