Nadia News: তালা বন্ধ বাড়িতে হঠাৎ জ্বলে উঠল দাউ দাউ আগুন! ঘনীভূত হচ্ছে রহস্য

Last Updated:

বাড়িতে কেউ ছিল না তালা বন্ধ ঘরে হঠাৎই জ্বলে উঠল দাউদাউ করে আগুন। ৩০ মিনিটের প্রচেষ্টায় ন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনী

আগুনে বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে
আগুনে বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে
নদিয়া: বাড়িতে কেউ ছিল না তালা বন্ধ ঘরে হঠাৎই জ্বলে উঠল দাউদাউ করে আগুন। আগুনে পুড়ে ছারখার হয়ে যায় ঘরে থাকা আসবাবপত্র। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে দমকলের একটি ইঞ্জিন। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি এক নম্বর পঞ্চায়েতের বোয়ালিয়া বেলপুকুর এলাকার। স্থানীয়দের দাবি, এদিন সকালে হঠাৎই ওই ঘরে ধোয়া দেখতে পায় তারা, সঙ্গে সঙ্গেইখবর দেয় দমকল অফিসে।
ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা এরপর ঘরের দরজা খুলতেই দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গেই আগুন নেভানোর কাজ শুরু করা হয়, যদিও প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনী। সূত্রে জানা যায়, ওই বাড়ির সদস্যরা বাড়িতে থাকতেন না, কিন্তু কি কারনে হঠাৎই আগুন লাগল তা অনেকটাই ধোঁয়াশা এলাকাবাসীর কাছে। দমকল বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, ঘরের তালা ভাঙা ছিল। তার ফলে কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে।
advertisement
advertisement
তবে শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেনি বলে পরিষ্কার জানিয়েছেন দমকলের আধিকারিকরা। অন্যদিকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন পরিবার সদস্যরা। তাহলে কি আগুন লাগার ঘটনার পিছনে রয়েছে পুরনো কোনও শত্রুতা ? নাকি রয়েছে অন্য কোন কারণ, তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
উল্লেখ্য অনেক সময় আমরা বাড়ি তালা বন্ধ করে বেশ কিছুদিনের জন্য বাড়ির বাইরে চলে যাই কর্মসূত্রে কিংবা ভ্রমণের উদ্দেশে। দমকল কর্মীরা জানাচ্ছেন ওই সময় বিশেষ করে বাড়ির ইলেকট্রিক মেইন সুইচ এবং গ্যাসের সিলিন্ডারের রেগুলেটর এর অবশ্যই অফ করে রাখতে।
আরও খবর পড়তে ফলো করুন
এতে বিপদের ঝুঁকি অনেকাংশেই কমে যায়।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: তালা বন্ধ বাড়িতে হঠাৎ জ্বলে উঠল দাউ দাউ আগুন! ঘনীভূত হচ্ছে রহস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement