আচমকাই আবাসনের দোতলায় লাগল বিধ্বংসী আগুন, আহত একাধিক! বোলপুরে আতঙ্ক

Last Updated:

তাঁদের কোনওরকমে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বোলপুরে আবাসনে আগুন
বোলপুরে আবাসনে আগুন
বোলপুর: বোলপুরে বাঁধগোড়ায় সাঁঝবাতি নামে একটি ফ্ল্যাটে বিধ্বংসী আগুন৷ দ্বিতলে হঠাৎই আগুন লেগে যায়৷ আটকে পড়েন বসবাসকারী একাধিক বাসিন্দা। দমকলের ৩টি ইঞ্জিন এসে আগুন আয়ত্বে আনার চেষ্টা করে৷ আহত হন বেশ কয়েকজন। তাঁদের কোনওরকমে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
পাশাপাশি, তারাতলা থানা সংলগ্ন কেপিটি কলোনির ঝুপড়িতে ভয়াবহ আগুন। খবরটি প্রকাশের সময় পর্যন্ত ঘটনাস্থলে আসে ৭টি ইঞ্জিন। হতাহতের কোনও খবর না থাকলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
৩০টির মতো ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এলাকায় আসেন স্থানীয় কাউন্সিলর।
advertisement
শনিবার রাতেই নারকেলডাঙয় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয় বস্তি এলাকার অন্তত ৪০ টি ঝুপড়ি। রাত ১০ টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বিস্তীর্ণ ঘিঞ্জি এলাকা। ভোর চারটের সময় দমকলের ১৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেখান থেকেই ৫৫ বছর বয়সী হাবিবুল্লা মোল্লার দেহ মেলে। সূত্রের খবর, রাস্তার ধারে থাকা একটি পিকআপ ভ্যান এবং ট্রাকেও আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে সে দু’টি গাড়ি। স্থানীয়দের নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের। তারপরেই তারাতলার এই ঘটনা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আচমকাই আবাসনের দোতলায় লাগল বিধ্বংসী আগুন, আহত একাধিক! বোলপুরে আতঙ্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement