North 24 Parganas News: মাটিয়ার বিবিপুর পেট্রোল পাম্পে আগুন! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Fire At Petrol Pump: ভয়াবহ অগ্নিকাণ্ড! রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বিকট আওয়াজ হয় তারপরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা।
বসিরহাট : মাটিয়ার বিবিপুর পেট্রোল পাম্পে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। আগুনে দাউদাউ করে জ্বলছে পেট্রোল পাম্প সংলগ্ন বিভিন্ন এলাকার অংশ। পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার ড্রেনগুলিতেও ছড়িয়ে পড়ে পেট্রোল। এর ফলে ঘটনাক্রমে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়।
রবিবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট দুই নম্বর ব্লকের মাটিয়া থানার বিবিপুর পেট্রোল পাম্পের পাশে বেলা সাড়ে এগারোটা নাগাদ বিকট আওয়াজ হয়। তার পরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এই আগুন লাগার ঘটনাস্থল থেকে মাত্র কুড়ি মিটার দূরেই রয়েছে একটি পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পের কাছে এই আগুন লাগার ঘটনা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। তবে কী কারণে আগুন লেগেছে তা পরিষ্কার জানা যায়নি।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে দমকলের দুটি ইঞ্জিন। পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য গত বছর একইভাবে এই পেট্রোল পাম্পের আগুন ছড়িয়ে পড়েছিল। বারবার একই পেট্রোল পাম্পে এ ভাবে আগুন ছড়িয়ে পড়াই স্থানীয়রা পেট্রোল পাম্পের সঠিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2024 2:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: মাটিয়ার বিবিপুর পেট্রোল পাম্পে আগুন! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন