আগুন প্রাণ বাঁচাতে জালে ঝাঁপ হলদিয়া বন্দর কর্মীর, হল না শেষ রক্ষা
Last Updated:
#হলদিয়া: আগুন থেকে বাঁচতে মরণঝাঁপ। জালে ঝাঁপ দিলেও ছিটকে মাটিতে পড়েন ক্রেন অপারেটর। শনিবার রাতেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
শনিবার হলদিয়া বন্দরের ১৩ নম্বর বার্থের একটি ক্রেনে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন।সেসময় ক্রেনের উপর ছিলেন অপারেটর দ্রাভিন রাই। প্রাণ বাঁচাতে ক্রেনের উপর থেকে ঝাঁপ দেন তিনি।নীচে জাল ধরে দাঁড়ান বন্দরের কর্মীরা। কিন্তু জালে না পড়ে ছিটকে মাটিতে পড়েন দ্রাভিন।
মাথায় গুরুতর চোট পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় দ্রাভিনকে হাসপাতালে ভরতি করা হয়। শনিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। শ্রমিকদের অভিযোগ, পরিস্থিতি মোকাবিলায় কোনও পরিকাঠামোই নেই বন্দরে। আতঙ্কে হলদিয়া বন্দরের শ্রমিকরা। এতবড় দুর্ঘটনার পরও কী নিরাপত্তার কোনও ব্যবস্থা নেওয়া হবে না? বন্দর কর্তৃপক্ষ এখনও কোনও মন্তব্য করেনি।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2019 10:59 PM IST