Fire Accident: নিউটাউনে ওয়েস্টিন হোটেলের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল, এলাকায় আতঙ্ক
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Fire Accident: নিউটাউনে ওয়েস্টিন হোটেলের পাশে আগুন, দমকলের কাজ শুরু। আতঙ্ক ছড়াল এলাকায়।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নিউটাউনে ওয়েস্টিনের পাশে কোম্পানির চত্বরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। জানা গিয়েছে, নিউটাউন ওয়েস্টিন হোটেলের একদম পাশেই একটি বেসরকারি কোম্পানির খোলা চত্বরে এদিন এই ভয়াবহ আগুন লাগে।
আচমকা আগুন ছড়িয়ে পড়ায় মুহূর্তে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই চত্বরের ভিতরে লোহা কাটার কাজ চলছিল। সেখান থেকেই হঠাৎ স্ফুলিঙ্গ ছড়িয়ে আশপাশে থাকা শুকনো জঙ্গলঝোপ ও কাঁচা গাছপালায় আগুন ধরে যায়। চত্ত্বরজুড়ে প্রচুর পরিমাণে সোলা বা থার্মোকলজাত দাহ্য সামগ্রী মজুদ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা কয়েকগুণ বেড়ে যায়।
advertisement
আরও পড়ুন: কোন দেশকে বিশ্বের দুধের রাজধানী বলা হয় জানেন? নামটা শুনলে চমকে যাবেন!
খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। দাহ্য জঙ্গলঝোপ ও সোলা থাকার কারণে আগুন নেভাতে প্রথমে সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের।
advertisement
আরও পড়ুন: সাংবাদিক হওয়ার স্বপ্ন? বহু জেলায় চাকরির বিজ্ঞপ্তি জারি করল আকাশবাণী কলকাতা, আজই আবেদন করুন
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চলেছে লাগাতার জল দেওয়ার কাজ। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
November 19, 2025 7:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Accident: নিউটাউনে ওয়েস্টিন হোটেলের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল, এলাকায় আতঙ্ক

