Gardening Tips: বাড়িতে বনসাই থাকলে কীভাবে যত্ন করবেন জেনে নিন!

Last Updated:

একদিকে বিলুপ্তপ্রায় গাছের সংরক্ষণে বনসাইয়ের গুরুত্ব রয়েছে। অন্যদিকে বাজারে বনসাই গাছের চাহিদা বাড়ছে। ফলে কোনও ব্যক্তি যদি বনসাই গাছের ব্যবসা করে লাভবান হওয়া যায়।  

+
বনসাই 

বনসাই 

সৈকত শী, পাঁশকুড়া: বাড়িতে যারা বাগান চর্চা করেন তাদের কাছে বনসাই একটি পরিচিত শব্দ। আসলে বড় শক্ত কাণ্ড যুক্ত গাছকে বাড়িতে টবের মধ্যে বাড়িয়ে তোলার পদ্ধতিকে বলা হয় বনসাই। বনসাই করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। বনসাই গাছ করার কৌশল হল ছাঁটাই, শিকড় হ্রাস, পটিং, ডিফোলিয়েশন এবং গ্রাফটিং। বিভিন্ন বড় গাছের বনসাই করা হয় বাড়িতে। বনসাই গাছের যত্ন প্রতিটি ঋতুতে আলাদা আলাদা হয়ে থাকে। সব থেকে বর্ষাকালে বনসাই গাছের ক্ষতি হয়। অতিরিক্ত জলে গোড়া পচন রোগ চলে আসে বনসাই গাছে। এছাড়া বর্ষাকালে টানা কয়েকদিন সূর্যের দেখা মেলে না। ফলে বর্ষাকালে বিশেষ যত্ন নিতে হয় বনসাই গাছের।
পাঁশকুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ জাহাঙ্গীর বনসাই পদ্ধতিতে প্রায় একশটি প্রজাতির গাছ নতুনভাবে রক্ষণাবেক্ষণ করেছেন। তাঁর বাগানে এ পর্যন্ত মোট ২০০টি বনসাই গাছ রয়েছে। বনসাইয়ের মাধ্যমে শুধু বাড়ির সৌন্দর্যের জন্য গাছ তৈরি নয়, এর মাধ্যমে বিভিন্ন লুপ্তপ্রায় গাছ সংরক্ষণও করা যায়। বিভিন্ন গাছের বনসাই করা যায় তবে বনসাই হিসাবে সবথেকে পরিচিত বট ও অশ্বথ। তবে জাহাঙ্গীর বাবু শুধু অশ্বথ ও বটগাছ নয়, প্রায় একশটি প্রজাতির গাছ বনসাই করে সংরক্ষণ করছেন।
advertisement
বনসাই বর্ষাকালে কীভাবে রক্ষা করা যায় সে বিষয়ে শেখ জাহাঙ্গীর জানান, ‘বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছে ফাঙ্গাস জন্মায়, সেই দিকে খেয়াল রাখা প্রয়োজন।
advertisement
অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়া পচন রোগ ধরে। এই সময় গাছের বিশেষ যত্ন নিতে হয়। এছাড়াও বাগানের ড্রেন ব্যবস্থা উন্নত রাখতে হবে যাতে জল না জমে যায়। তাছাড়াও, সারা বছর যেভাবে পরিচর্যা হয় সেই পরিচর্যা চলবে বনসাইয়ের’। বনসাই একটি শিল্প মাধ্যম। যার দ্বারা শক্ত কাণ্ড যুক্ত গাছকে টবে বা অন্য পাত্রে লাগানো যায়। বনসাই এর বিভিন্ন কৌশল আছে। বনসাই পদ্ধতিতে বিলুপ্তপ্রায় গাছের সংরক্ষণ সহজেই করা যায়। লুপ্তপ্রায় কোনও গাছকে বনসাইয়ের মাধ্যমে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। পরবর্তীতে সেই গাছ আবারও ফিরিয়ে আনা সম্ভব।
advertisement
বর্তমানে বনসাই এর চাহিদা প্রচুর। বর্তমান সময়ে বনসাই গাছের চাহিদা দেশ বিদেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে। ফলে একদিকে বিলুপ্তপ্রায় গাছের সংরক্ষণে বনসাইয়ের গুরুত্ব রয়েছে। অন্যদিকে বাজারে বনসাই গাছের চাহিদা বাড়ছে। ফলে কোনও ব্যক্তি যদি বনসাই গাছের ব্যবসা করে লাভবান হওয়া যায়। সব মিলিয়ে পরিবেশ ও ব্যবসায়িক দিকের কারণে বনসাই-এর প্রতি বর্তমান প্রজন্ম আগ্রহ দেখাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gardening Tips: বাড়িতে বনসাই থাকলে কীভাবে যত্ন করবেন জেনে নিন!
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement