শীতের 'স্পেলে' আপাতত জবুথবু বঙ্গ, সোম-মঙ্গলে উত্তরে বৃষ্টি

Last Updated:

দক্ষিণবঙ্গে উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশা হতে পারে। বাকি জেলায় কুয়াশার সম্ভাবনা সেভাবে নেই। পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকায় শীতের আমেজ থাকবে দিনভর। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জাঁকিয়ে শীতের পরিস্থিতি।

#কলকাতা: দের আয়ে পর দুরুস্ত আয়ে। অবশেষে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস শোনা যাচ্ছে আবহবিদদের মুখে। আপাতত, রাজ্যে শীতের স্পেল বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আর দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকায় রাজ্যজুড়েই শীতের আমেজ বেশ ভালমতোই উপভোগ করতে চলছেন পশ্চিমবঙ্গের মানুষ।
উত্তরবঙ্গে মাঝারি এবং দক্ষিণবঙ্গের উপকূলে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যেই সোমবার হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিঙে। তবে, উত্তরের আকাশে মেঘ থাকলেও রাজধানীতে আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। জমিয়ে শীতের আমেজ থাকবে আরও কয়েকদিন।
advertisement
advertisement
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার এই তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রির নীচে। শনিবার বিকেলে তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪০-৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ১৪-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে সূত্রের খবর।
advertisement
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় খুব সামান্য হলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম এবং মঙ্গলবার এই বৃষ্টি হতে পারে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা সংলগ্ন জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ বেশির দিকেই থাকবে। এর ফলে পার্বত্য এলাকা ও সংলগ্ন এলাকায় আগামী কয়েক দিন কুয়াশার সম্ভাবনা তৈরি হয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।
advertisement
দক্ষিণবঙ্গে উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশা হতে পারে। বাকি জেলায় কুয়াশার তেমন সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকায় শীতের আমেজ থাকবে দিনভর। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জাঁকিয়ে শীত পড়বে।
এ দিকে, দক্ষিণ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছে নিম্নচাপ। এই নিম্নচাপ আরও পশ্চিম দিকে সরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে শ্রীলঙ্কা উপকূলে। এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে যত উপকূলের কাছাকাছি আসবে, তত তামিলনাড়ু উপকূল সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কুড়ি থেকে বাইশে ডিসেম্বর তামিলনাড়ু উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
advertisement
উত্তর-পশ্চিম ভারতে কার্যত শৈত্যপ্রবাহের পরিস্থিতি। জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে। পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তর রাজস্থানের কিছু অংশে শৈত্যপ্রবাহ চলবে আরও কয়েকদিন। এই জেলাগুলির সংলগ্ন এলাকাতেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে।
আগামী কয়েকদিনের মহারাষ্ট্র, গুজরাত এবং মধ্যপ্রদেশে তাপমাত্রা আরও কমতে পারে। ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে অনুমান। আগামী দুদিন ঘন কুয়াশা হবে পাঞ্জাব ও হিমাচল প্রদেশে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শীতের 'স্পেলে' আপাতত জবুথবু বঙ্গ, সোম-মঙ্গলে উত্তরে বৃষ্টি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement