মণ্ডপ যেন যুদ্ধক্ষেত্র, পশ্চিম প্রফুল্লকানন অধিবাসী সর্বজনীনে এবার মাটির গল্প

Last Updated:

মণ্ডপে ঢুকতে গিয়ে থমকে দাঁড়াতে হবে। ঠিক যেন দেশের সীমানা। বলা ভাল ব্যাটলফিল্ড।

#কেষ্টপুর: মাটি ছিল পুঁজি। সেই মাটি হারানোর যন্ত্রণা অনেকেই ভোলেননি এখনও। মাটির দখল নিয়ে উত্তাল আজ সীমান্ত। বুলেটে ঝাঁঝরা কত শত প্রাণ। কেষ্টপুর পশ্চিম প্রফুল্লকানন অধিবাসী সর্বজনীনে এবার এক মাটির সন্তান।
মাটির টান। এড়ানো কঠিন। মাটির আধিপত্য নিয়ে নিত্য লড়াই। দেশভাগের যন্ত্রণা পেরিয়ে এখনও অস্তিত্ব রক্ষার লড়াই। দেশের সীমানা রক্ষায় নিরন্তর রক্তক্ষয়। সীমানায় রণহুংকার। বাতাসে বারুদের গন্ধ। পুলওয়ামা, উরি, পাঠানকোট.....দীর্ঘ হচ্ছে তালিকা। ঢাকের বোলে কী ঢাকা পড়ে অস্ত্রের ঝনঝনানি?
কেষ্টপুর পশ্চিম প্রফুল্লকানন অধিবাসী সর্বজনীনে এবার মাটির গল্প। যে মাটির দখল নিয়ে চলছে নিত্য টানাপোড়েন। শিল্পীর ভাবনায়, পুজোর থিম, এক মাটির সন্তান।
advertisement
advertisement
মণ্ডপে ঢুকতে গিয়ে থমকে দাঁড়াতে হবে। ঠিক যেন দেশের সীমানা। বলা ভাল ব্যাটলফিল্ড। যেখানে চলছে অঘোষিত যুদ্ধ। ঘর-বাড়ির শরীর-জোড়া অজস্র বুলেটের দাগ। সাদা-কালো ছবিতে উদ্বাস্তু-ইতিহাস।
কোথাও কাঠের কফিন। কোথাও রবারের বুলেট। থাকছে ফাইটার জেট। পাশাপাশি রয়েছে কুয়ো। যেখান থেকে একইসঙ্গে জল নিচ্ছেন দু’দেশের মানুষ। শিল্পী অমর সরকারের ভাবনায় স্বপ্ন-বাস্তব মিলেমিশে এক পশ্চিম প্রফুল্লকাননে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মণ্ডপ যেন যুদ্ধক্ষেত্র, পশ্চিম প্রফুল্লকানন অধিবাসী সর্বজনীনে এবার মাটির গল্প
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement