ঘন কুয়াশায় থমকে যাচ্ছে ভাগীরথীতে খেয়া পারাপার, চরম সমস্যায় নিত্যযাত্রীরা

Last Updated:

কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই বিঘ্ন ঘটছে ফেরি চলাচলে। গত কয়েকদিন ধরেই কালনা ও কাটোয়ায় ভাগীরথীতে ফেরি চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। নদী পারাপারের ক্ষেত্রে দীর্ঘক্ষন অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

#কালনা: কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই বিঘ্ন ঘটছে ফেরি চলাচলে। গত কয়েকদিন ধরেই কালনা ও কাটোয়ায় ভাগীরথীতে ফেরি চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। নদী পারাপারের ক্ষেত্রে দীর্ঘক্ষন অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। সকালের দিকে দীর্ঘক্ষন কুয়াশার কারণে দীর্ঘক্ষণ দৃশ্যমানতা একেবারেই থাকছে না।যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ফেরিঘাটের কর্মীরা।
কালনা থেকে প্রতিদিনই শয়ে শয়ে বাসিন্দা ভাগীরথীর অন্য পারে শান্তিপুর যান।খেয়া পারাপারই তাদের যাতায়াতের একমাত্র ভরসা। খেয়াঘাটের কর্মীরা জানালেন, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত খেয়া-পারাপার বন্ধ ছিল। দৃশ্যমানতা একেবারেই ছিল না।এক হাত দূরের কোনও কিছুই দেখা যাচ্ছিল না। বিপদ এড়াতে কুয়াশা না কাটা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। শুক্রবার অবশ্য গত তিন দিনের মতো কুয়াশার তেমন দাপট ছিল না। ফলে সকাল থেকেই ধীরগতিতে খেয়া পারাপার চলেছে।
advertisement
কাটোয়াতে সকাল ছটা থেকে ভাগীরথীতে খেয়া পারাপার শুরু হয়। কিন্তু গত কয়েকদিন ধরেই কুয়াশার কারণে তাতে বিঘ্ন ঘটেছে। দৃশ্যমানতা না ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনা এড়াতে কুয়াশা থাকাকালীন ফেরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘন কুয়াশায় যাতে লঞ্চ বা ভেসেল চালানো না হয় তা নিশ্চিত করতে ঘাটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সেখানে পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে।সেইসঙ্গে কুয়াশা থাকাকালীন নদীতে খেয়া-পারাপার বন্ধ রাখতে প্রচার চালানো হচ্ছে।
advertisement
advertisement
যাত্রীরা বলছেন, অনেকেই সময়ে ঘাটে জমায়াত হচ্ছেন।কিন্তু ফেরি চলাচল বন্ধ থাকার কারণে অপেক্ষা করতে হচ্ছে তাদের।ফেরিঘাটগুলিতে ব্যাপক ভিড় হচ্ছে। করোনার সংক্রমণ এড়াতে অনেকে আবার লাইফ জ্যাকেট ব্যবহার করতে চাইছেন না। তারা বলছেন, অন্যের ব্যবহৃত লাইফ জ্যাকেট ব্যবহার করলে সংক্রমণের আশংকা থেকে যাচ্ছে। তাই খেয়া পারাপারে ঝুঁকি থাকলেও অনেকেই সেইসব লাইফ জ্যাকেট ব্যবহার করছেন না। কুয়াশার জন্য যাতায়াতের সমস্যা হচ্ছে সড়কপথেও। সেইসঙ্গে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে। গতকালই কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় ভাতার ও মন্তেশ্বরে দুর্ঘটনা ঘটে।
advertisement
Saradindu Ghosh
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘন কুয়াশায় থমকে যাচ্ছে ভাগীরথীতে খেয়া পারাপার, চরম সমস্যায় নিত্যযাত্রীরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement