Hooghly News:ময়দানে প্রমীলা বাহিনীর দৌরাত্ম! গোঘাটের গ্রামের মেয়েদের ফুটবল খেলা দেখতে উপচে পড়া ভিড়
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
- Published by:sipra roy
Last Updated:
হুগলি জেলার বাজুয়া গ্রামের আমরা সবাই পরিচালনায় আয়োজন করা হয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। হুগলি ছাড়াও, বাঁকুড়া,নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ার সহ মোট আটটি দল নিয়ে খেলা অনুষ্ঠিত হয়।
গোঘাট: দেশের নানান ক্রীড়াক্ষেত্রে মেয়েদের অংশগ্রহন এখন ব্যাপক হারে বেড়েছে। এখনকার মহিলা ক্রীড়া তারকাদের দেখে অনুপ্রাণিত হয়ে খেলার জগতে নাম লেখাচ্ছে দেশের অনেক মেয়ে। সেই সঙ্গে জেলা মেয়েরা বাংলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে খেলায় এগিয়ে আসুক, সেই লক্ষ্যে হুগলি জেলার বাজুয়া গ্রামের আমরা সবাই পরিচালনায়আয়োজন করা হয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। হুগলি ছাড়াও, বাঁকুড়া,নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ার সহ মোট আটটি দল নিয়ে খেলা অনুষ্ঠিত হয়। একদিনব্যাপী মহিলা ফুটবল খেলা দেখতে ভিড় যেমন ছিল তেমনই সাধারণ মানুষেরউন্মাদনা লক্ষ্য করা যায়।
উদ্যোক্তারা জানান, মেয়েদের এই দাপুটে ফুটবল খেলা দেখে তারা যারপরনাই খুশি। তারা বলেন, আজকাল খবরের কাগজ, টিভিতে দেখি দেশের মেয়েরা খেলাধুলায় যথেষ্ট উন্নতি করছে, পদক জিতে আসছ।আমাদের রাজ্যের ছোট ছোট মেয়েরাও ক্রিকেট খেলছে। ভবিষ্যতে যেন এই মেয়েগুলিকেও আরও বড় জায়গায় খেলতে দেখি, টিভিতে দেখতে পাই। এরা রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করুক”। পাশাপাশি প্রান্তিক এলাকার মেয়েরা যাতে খেলায় অংশগ্রহণ করে তাদের উৎসাহিত করার জন্য উদ্যোগ গ্রহন করার হয়েছে। যেভাবে মহিলাদল ক্রিকেট সহ অন্যান্য খেলায় ভারতের নাম উজ্জ্বল করছে, তেমনি আগামী দিনে মহিলারা ফুটবল খেলাতেও একটি বিশেষ ভূমিকা গ্রহন করবে, এমনটাই মনে করছেন সকলে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সেই জন্য দরকার সঠিক পরকল্পনা, পরিকাঠামো ও এই ধরনের ফুটবল প্রতিযোগিতার আরও আয়োজন।
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2024 7:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News:ময়দানে প্রমীলা বাহিনীর দৌরাত্ম! গোঘাটের গ্রামের মেয়েদের ফুটবল খেলা দেখতে উপচে পড়া ভিড়








