IIT-তে পড়ে মেয়ে, দেখা করে ফেরার পথে অধ্যাপক বাবার মর্মান্তিক মৃ*ত্যু, শোকে পাথর মা

Last Updated:

আই আই টি-তে পাঠরতা মেয়ের সঙ্গে দেখা করে গতকাল, শনিবার, দুপুরে দুজনে ফিরছিলেন নিজেদের সিউড়ির বাড়িতে। গাড়ি চালাচ্ছিলেন অধ্যাপক নিজে।

News18
News18
বিষ্ণুপুর, বাঁকুড়া:– খড়গপুর IIT-তে পাঠরতা মেয়ের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম অমল কুমার পারি। ঘটনায় আহত হয়েছেন অধ্যাপকের স্ত্রী চামেলি সামন্ত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে সিউড়ি বিদ্যাসাগর কলেজের শারীরবিদ্যা বিভাগের অধ্যাপক অমল কুমার পারি ও তাঁর স্ত্রী চামেলি সামন্ত নিজের গাড়িতে চড়ে গতকাল খড়গপুর আই আই টি-তে যান। সেখানে পাঠরতা মেয়ের সঙ্গে দেখা করে গতকাল, শনিবার, দুপুরে দুজনে ফিরছিলেন নিজেদের সিউড়ির বাড়িতে। গাড়ি চালাচ্ছিলেন অধ্যাপক নিজে। পশ্চিম মেদিনীপুরের ধাদিকার জঙ্গলের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের গাছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অধ্যাপক ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় গড়বেতা থানার পুলিশ। সেখানেই অধ্যাপককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
advertisement
advertisement
অধ্যাপকের স্ত্রীর আহত থাকায় তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবনাথ বাউরি। তিনি জানান সিউড়ি থেকে দলীয়ভাবে যুব সভাপতির কাছে খবর আসে অধ্যাপকের দুর্ঘটনার কথা এরপর তড়িঘড়ি যুব সভাপতি হাসপাতালে এসে অধ্যাপক মৃত অধ্যাপকের আহত স্ত্রীর উন্নত তর চিকিৎসার বন্দোবস্ত করেন।
advertisement
যেহেতু অধ্যাপকের স্ত্রীর সঙ্গে পরিবারের আর কেউ না থাকায় তিনি ভেঙে পড়ছিলেন৷ যুব সভাপতি সহ অন্যান্য কর্মীরা এবং হাসপাতালের কর্মীরা তাঁর পাশে দাঁড়ান। এবং অধ্যাপকের দুর্ঘটনার কথা পরিবারকে জানানো হয়।
Debabrata Mondal
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IIT-তে পড়ে মেয়ে, দেখা করে ফেরার পথে অধ্যাপক বাবার মর্মান্তিক মৃ*ত্যু, শোকে পাথর মা
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement