SSC Scam: সুপ্রিম রায়ে 'চাকরিহীন' স্কুলশিক্ষক জামাই, হাউমাউ করে কেঁদে উঠলেন শ্বশুর
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
শ্বশুরের দাবি, তাঁর জামাই অত্যন্ত সৎ, মেধাবীও। তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন না বলেই দাবি ওই ব্যক্তির
শান্তিপুর: নয় মাসের মেয়েটাকে খাওয়াবে কি, জামাইয়ের চাকরি যেতেই হাউমাউ করে কেঁদে উঠলেন শ্বশুর! জেলায় জেলায় হাজার হাজার শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। কোনও কোনও স্কুল কর্তৃপক্ষ বুঝেই উঠতে পারছে না যে শনিবার থেকে স্কুল চলবে কীভাবে। ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষাকর্মীর পরিবারে দুশ্চিন্তার ছায়া। একই পরিস্থিতি নদিয়ার শিবু চট্টোপাধ্য়ায়ের পরিবারে। রাস্তায় দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন তিনি। কারণ সুপ্রিম কোর্টের রায়ে তাঁর জামাইয়েরও চাকরি বাতিল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে সব শেষ! বন্ধ ঘরে আগুনে পুড়ে ছাই যুবক, শোক-হাহাকার পরিবারে
নদিয়ার শান্তিপুরের বাসিন্দা শিবু চট্টোপাধ্য়ায়। তাঁর জামাই শিলিগুড়ির একটি স্কুলে শিক্ষকতা করেন। এদিন যাঁদের চাকরি বাতিল হয়েছে, সেই তালিকায় নাম আছে সেই জামাইয়ের। শ্বশুরের দাবি, তাঁর জামাই অত্যন্ত সৎ, মেধাবীও। তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন না বলেই দাবি ওই ব্যক্তির।
advertisement
আরও পড়ুন: শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল স্কুলের পরীক্ষা! বিপাকে পড়ুয়ারা, উদ্বিগ্ন প্রধান শিক্ষক
বছর তিনেক আগে মেয়ের সঙ্গে ওই ব্যক্তির বিয়ে দেন শান্তিপুরের এই বাসিন্দা। তাঁর এক ৯ মাসের নাতনিও আছে। কাঁদতে কাঁদতে শিবু বলেন, “৯ মাসের একটা মেয়ে আছে। তাকে কী খাওয়াবে, সেটাই ভাবছি।” সেই চাকরিও আর রইল না! তাই আর কোনও শান্তনা খুঁজে পাচ্ছেন না শিবু বাবু।
advertisement
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 06, 2025 1:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SSC Scam: সুপ্রিম রায়ে 'চাকরিহীন' স্কুলশিক্ষক জামাই, হাউমাউ করে কেঁদে উঠলেন শ্বশুর
