#ক্যানিং: বউমার বিবাহ-বহির্ভূত সম্পর্ক থাকার অভিযোগ শ্বশুরের। প্রতিবাদ করলে বাবাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের পূর্ব সুন্ধিপুকুরিয়ার ঘটনা।
বৃদ্ধ গোপাল হালদারের দাবি, তাঁর বড় ছেলে পিন্টু কাজের সূত্রে বাইরে থাকেন। সেই সুযোগে তাঁদের বাড়িতে প্রতিবেশী এক যুবক এসে বউমার সঙ্গে সময় কাটান। তিনি আপত্তি জানালেও কাজ হয়নি।
সোমবার ছেলে বাড়িতে এলে বউমার বিরুদ্ধে অভিযোগ জানান বৃদ্ধ। অভিযোগ, তখনই ইট ও কাঠ দিয়ে বাবাকে মাথায় মারে ছেলে পিন্টু। আত্মীয়রা প্রতিবাদ করলে তাঁদেরও মারধর করা হয়। প্রতিবেশীরা দু'জনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Canning, Extra Marital Affairs