৫০০ টাকা চাওয়ায় বৃদ্ধ বাবাকে মারধর করে তাড়িয়ে দিল ছেলে আর পুত্রবধূ
Last Updated:
যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অজয়বাবুর ছেলে এবং পুত্রবধূ ৷
#রানাঘাট: বৃদ্ধ বাবাকে মারধর দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ছোট ছেলে এবং পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গার পুরনো গোপালপুরে। অভিযোগ, ওই এলাকায় অজয় কুমার দত্ত রায় নামে ৭৭ বছরের এক বৃদ্ধকে তার ছোট ছেলে এবং পুত্রবধূ গত ২৮ সেপ্টেম্বর মারধর করে ৷ কারণ ছেলের কাছে ৫০০ টাকা চেয়েছিলেন অজয়বাবু ৷ এই নিয়েই অশান্তি চরমে ওঠে ৷ তারপর অজয়বাবুকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন ছেলে ৷ এরপর প্রথম দু’দিন
বিরনগরে তাঁর ছোট মেয়ের কাছে ছিলেন অজয়বাবু ৷ তবে গত দু’মাস ধরে তাঁর ঠাই হয়েছে পায়রাডাঙ্গা প্রীতি নগর বিপ্লবী ক্ষিতীশ বসু স্মৃতি পারিষদ ও বুক ব্যাংক নামে একটি পাঠাগারে। প্রশাসনের কাছে খবর যাওয়ার পর রানাঘাট মহকুমা শাসকের তৎপরতায় বর্তমানে ওই বৃদ্ধের ঠাঁই হয়েছে নদিয়ার তেহট্টের একটি হোমে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অজয়বাবুর ছেলে এবং পুত্রবধূ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2018 4:58 PM IST