Father and Son: বেশিরভাগ থাকেন শ্বশুরবাড়িতেই, বাবা বুড়ো হয়ে ‘জ্বালায়’- তাই নিজের বাড়ি এসেই বন্ধ করে দিল বাবার মুখের কথা

Last Updated:

North 24 Parganas News: ছেলের হাতেই হল বাবার করুণ পরিণতি, বরানগর থানায় আত্মসমর্পণ

ছেলের হাতেই হল বাবার করুণ পরিণতি, বরানগর থানায় আত্মসমর্পণ  - Photo - Representative (Meta AI)
ছেলের হাতেই হল বাবার করুণ পরিণতি, বরানগর থানায় আত্মসমর্পণ - Photo - Representative (Meta AI)
উত্তর ২৪ পরগনা: ছেলের হাতেই নির্মমভাবে প্রাণ গেল বাবার! ঘটনায় চাঞ্চল্য ছড়াল বরাহনগরে। ২৪ নম্বর শিশির কুমার দাওয়ান রোড এলাকার বাসিন্দা, মৃত ব্যক্তির নাম ললিত কুমার অধিকারী। বাবার বয়স প্রায় ৭৪, অভিযুক্ত পুত্র বছর ৫২ গৌতম অধিকারী পেশায় একজন অটোচালক।
পুলিশ সূত্রে খবর, গৌতম অধিকারী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। অভিযোগ, বাবার কাছ থেকে টাকা চাইতে আসেন তিনি। টাকা না পেলে রাগে গৌতম বালিশ চাপা দিয়ে খুন করেন নিজের বাবাকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গৌতম মূলত শ্বশুরবাড়িতে থাকলেও মাঝে মাঝে বাবার এই বাড়িতে আসতেন। এদিনও তেমনই এসেছিলেন। ঘটনার পর নিজেই বরাহনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন গৌতম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার করা হয় ললিত অধিকারীর নিথর দেহ।
advertisement
advertisement
পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনাস্থল সিল করে দিয়েছে। পরিবারের পক্ষ থেকে মৃতের মেয়ে জানান, ভাই নেশা করত। বাবার কাছে প্রায়ই টাকা চাইত। তবে যে এমন নৃশংস ঘটনা ঘটাতে পারে, তা কল্পনাও করতে পারিনি।
advertisement
বরাহনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে বাবা খুব বিরক্ত করত, তাই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। খুনের পেছনে শুধুই অর্থলোভ, নাকি এর নেপথ্যে আরও কিছু রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। Input-  Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Father and Son: বেশিরভাগ থাকেন শ্বশুরবাড়িতেই, বাবা বুড়ো হয়ে ‘জ্বালায়’- তাই নিজের বাড়ি এসেই বন্ধ করে দিল বাবার মুখের কথা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement