Toto Accident : জাতীয় সড়কে টোটো! পুলিশ-প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, টোটোযাত্রীদের সঙ্গে ঘটল মারাত্মক ঘটনা
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Toto: জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত ৭। বর্ধমানের রথতলার কাছে ১৯ নং জাতীয় সড়কে টোটোর পেছনে চারচাকা গাড়ির ধাক্কা। তাতেই দুমড়ে মুচড়ে যায় টোটো। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায়।
বর্ধমান : জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত ৭। বর্ধমানের রথতলার কাছে ১৯ নং জাতীয় সড়কে টোটোর পেছনে চারচাকা গাড়ির ধাক্কা। তাতেই দুমড়ে মুচড়ে যায় টোটো। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় মোট সাতজন গুরুতর আহত হয়েছেন বলে খবর।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ নং জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের দিক থেকে টোটোতে করে কলকাতা অভিমুখে যাওয়ার সময় পিছন থেকে ছোটো হাতি গাড়ি ধাক্কা মারে। টোটোর চালক-সহ ৭ জন আহত হয়। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে যায়। আহতদের মধ্যে ৫ জনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
advertisement
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আহতরা সবাই আউসগ্রাম থানা এলাকার বাসিন্দা। রাইসমিলে কাজের জন্য সকালে তাঁরা জাতীয় সড়ক ধরে টোটোতে চেপে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
advertisement
আরও পড়ুন- ভোটের আগে তৃণমূলে বিরাট যোগদান! শাসক দলে যোগ দুই ‘প্রভাবশালী’ বাম নেতার! কারা তারা জানেন?
জাতীয় সড়কে টোটো দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগেও বাংলার বিভিন্ন জায়গায় জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে টোটো। পুলিশ-প্রশাসনের নিষেধাজ্ঞা এড়িয়ে রমরমিয়ে টোটো চলে জাতীয় সড়কের বিভিন্ন জায়গায়। আর তার ফলে বাড়ছে দুর্ঘটনা। প্রশাসনের নজরদারি এড়িয়ে অনেক টোটোচালক জাতীয় সড়কে টোটো তুলে দেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 1:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto Accident : জাতীয় সড়কে টোটো! পুলিশ-প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, টোটোযাত্রীদের সঙ্গে ঘটল মারাত্মক ঘটনা