Jhargram news : এবার মজুর ছাড়া হবে চাষ, আকাশ থেকে পড়বে সার!
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:BUDDHADEV BERA
Last Updated:
কৃষি ক্ষেত্রে ড্রোণ প্রযুক্তি ব্যবহারে চাষিরা মজুর সমস্যা থেকে মুক্তি পাবে এবং আর্থিক দিক থেকে কিছুটা স্বচ্ছল ও লাভবান হবে।
ঝাড়গ্রাম : কৃষি ক্ষেত্রে ড্রোণ প্রযুক্তি ব্যবহারে চাষিরা মজুর সমস্যা থেকে মুক্তি পাবে এবং আর্থিক দিক থেকে কিছুটা স্বচ্ছল ও লাভবান হবে। এই ভাবনা সম্পর্কে চাষিদের উদ্বুদ্ধ করতে এবং চাষের কাজে ড্রোণ কি ভাবে ব্যবহার করা হবে তার প্রদর্শনীর আয়োজন করল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক কৃষি দফতর।
সোমবার বিকালে কৃষি দফতরের পক্ষ থেকে আলমপুর গ্রামে হয়ে গেল প্রথম ড্রোণ ডেমোস্টেশনের কর্মসূচি। সোমবার বিকালে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা অভিজ্ঞান দাস নিজে দাঁড়িয়ে থেকে এলাকায় চাষিদের জমিতে ড্রোণ উড়িয়ে কীভাবে সার ও ওষুধ স্প্রে করা যাবে তা হাতে কলমে বুঝিয়ে দেন ।
advertisement
advertisement
ফার্মার মেকানিকেল স্কিমের আওতায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন সহ কৃষি অধিকর্তা নিজে দাঁড়িয়ে থেকে এলাকার প্রায় পঞ্চাশ থেকে ষাট জন চাষির সামনে ড্রোণ প্রযুক্তির ব্যবহার হাতে কলমে দেখিয়ে দেন lগোপীবল্লভপুর ১ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা অভিজ্ঞান দাস বলেন ,আধুনিক কৃষিকাজের সঙ্গে কৃষকদের পরিচয় ঘটানোর জন্য ড্রোন ডেমোস্টেশন কর্মসূচি করা হয়। ড্রোনের সাহায্যে কিভাবে কৃষি জমিতে সার ও ওষুধ দেওয়া যায় তা দেখান হয়েছে কৃষকদের।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এদিন প্রদর্শনী করার পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণ স্কিমে কীভাবে সাবসিডিতে চাষিরা এই সমস্ত কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারেন তার বিষয়ে ব্যাখ্যা করেন। এই সংক্রান্ত বিষয় জানতে পেরে ড্রোণ ব্যবহার সম্পর্কে ধারনা এবং কি ভাবে কম সময়ে এবং মজুরের খরচ বাঁচিয়ে সার ও স্প্রের কাজ করা সম্ভব তা দেখতে ও বুঝতে পারেন l
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2025 4:12 PM IST