পদ্ম ছাড়া অসম্পূর্ণ দুর্গাপুজো, তাই জীবন বিপন্ন করে পদ্ম তুলতে ব্যস্ত চাষীরা

Last Updated:

পদ্ম ছাড়া দুর্গা আরাধনা ? ভাবাই যায় না। ১০৮টি পদ্মফুল না হলে অসম্পূর্ণ মহিষাসুরমর্দিনীর পুজো।

#মেদিনীপুর: পদ্ম ছাড়া দুর্গা আরাধনা ? ভাবাই যায় না। ১০৮টি পদ্মফুল না হলে অসম্পূর্ণ মহিষাসুরমর্দিনীর পুজো। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় এখন পদ্ম তুলতে ব্যস্ততা চাষীদের। জীবন বিপন্ন করে ভোর হওয়ার আগেই ছোট্ট ডিঙা নিয়ে বেরিয়ে পড়ছেন তাঁরা। পদ্ম তুলে হয় হিমঘর নয় ট্রেনে হাওড়ায় পাঠাচ্ছেন তাঁরা।
কথিত পদ্ম না পেয়ে নিজের চোখ দান করতে চেয়েছিলেন রামচন্দ্র। দুর্গা আরাধনায় এতটাই গুরুত্ব পদ্মের। শরতের ঝলমলে আকাশ। চারদিকে পুজো গন্ধ। দেবী বোধনের মাত্র কয়েকটা দিন বাকি। অষ্টমীর দিন ১০৮টি পদ্মফুল না হলে সম্পন্ন হবে না পুজো। পদ্মের যোগান ঠিক রাখতে এখন চরম ব্যস্ততা পূর্ব মেদিনীপুরের কেশবপুর, চৈতন্যপুর, বরোদা , মহিষাদল, তমলুক, বাজকুল , কাঁথির বিস্তীর্ণ অঞ্চলে।
advertisement
পদ্মচাষ শুরু হয় আষাঢ়ের শেষে। আশ্বিনের গোড়ায় ফুল তুলতে শুরু করেন চাষীরা। লক্ষ লক্ষ টাকায় পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় এক বছরের জন্য পদ্মপুকুর লিজ নেন তাঁরা।
advertisement
ভোররাতে সাপখোপ, বিষাক্ত কীটের কামড় উপে্ক্ষা করে ছোট্ট ডিঙা নিয়ে ভেসে পড়েন। পদ্ম তুলে পরিস্কার করে তা পাঠিয়ে দেন কলকাতায়। সেখান থেকে পদ্ম চলে যায় রাজ্যের বিভিন্ন প্রান্তের হিমঘরে।
advertisement
বর্ষা ভাল হওয়ায় এবার পদ্মের যোগানও ভাল। মা-ছেলে। দুজনের পুজোতেই পদ্ম মাস্ট। তবে শ্রাবণ মাসে গণেশ পুজোয় পদ্মের দাম দ্বিগুণ বেড়ে যায়। দুর্গাপুজোয় দাম কিছুটা কমলেও, চাহিদা বাড়ে বহুগুণ।
ফুলচাষীরা জানেন, ফুলবাজারে রীতিমত বনেদি এই পদ্ম। তাজা আর ঠান্ডাঘরে থাকা ফুলের চেহারায় পার্থক্য তো থাকবেই। বাহার হারাবে সন্ধিপুজোর সন্ধিক্ষণ। তবুও তাজা পদ্মের যোগান দিতে মরিয়া জেলার পদ্মচাষীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পদ্ম ছাড়া অসম্পূর্ণ দুর্গাপুজো, তাই জীবন বিপন্ন করে পদ্ম তুলতে ব্যস্ত চাষীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement