চাষের স্বপ্নে বিভোর সিঙ্গুর
Last Updated:
এই হেমন্তে জমি ফিরেছে। আসছে হেমন্তে নবান্নের স্বপ্ন দেখছে সিঙ্গুর। গোপানলগরের বহু কৃষকেরই জমি চলে গিয়েছিল প্রকল্প এলাকার মধ্যে।
#সিঙ্গুর: এই হেমন্তে জমি ফিরেছে। আসছে হেমন্তে নবান্নের স্বপ্ন দেখছে সিঙ্গুর। গোপানলগরের বহু কৃষকেরই জমি চলে গিয়েছিল প্রকল্প এলাকার মধ্যে। কষ্টের দশ বছর পেরিয়ে ফের জমি চাষের স্বপ্ন দেখছেন সেখানকার ঘোষ পরিবারের সদস্যরা।
দশ বছর পেরিয়েছে। কিন্তু, সিঙ্গুর কি ভুলতে পেরেছে দগদগে স্মৃতি? ২০০৬ সালে সিঙ্গুরে টাটা প্রকল্পের ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয় জমি অধিগ্রহণের পালা। সেসময় জমি হারিয়েছিলেন জমি দিতে অনিচ্ছুকগোপালনগরের ঘোষপাড়ার রতন ঘোষ ও তাঁর পরিবারের অন্যান্যরা। ১৫ বিঘা জমি হাতছাড়া হতেই যৌথ সংসারে নেমে আসে দুঃখ-কষ্ট।
গত দশ বছরে সিঙ্গুরের জমি নিয়ে রাজনৈতিক লড়াই মোড় নিয়েছে নানা বাঁকে। রাজনীতির ময়দান ছেড়ে সেই লড়াই পৌঁছয় আদালতে। কিন্তু, জমি ফিরে পাওয়ার আশা ছাড়েননি ঘোষ পরিবারের সদস্যরা। শীর্ষ আদালত সিলমোহর দিতেই শুরু হয় বুক বাঁধার পালা।
advertisement
advertisement
তিন ছেলে ও নাতি-নাতনি নিয়ে রতন ঘোষের যৌথ সংসার এখনও অটুট। তবে জমির সঙ্গে সাময়িকভাবে বাঁধন কেটে গিয়েছিল। এবার জোড়া লাগল সেই সম্পর্কও ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2016 9:41 AM IST