Jhargram News : মাঠে যাওয়াই কাল হল, আর ফেরা হল না বাড়িতে..., সাঁকরাইলের মাহাত পরিবারে হঠাৎ নামল অন্ধকার!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Jhargram News: ঝাড়গ্রামের সাঁকরাইলের বরদা গ্রামে দুপুরে মাঠে লাঙ্গল দেওবার সময় আচমকা শুরু হয় বৃষ্টি ও প্রবাল বজ্রপাত। বজ্রপাত হয় ঠিক তার কাছেই। তাতেই জমিতে লুটিয়ে পড়েন ললিতবাবু।
ঝাড়গ্রাম: সাঁকরাইলের বরদা গ্রামের মাহাত পরিবারে হঠাৎ করে নামল অন্ধকার ! মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষকের। বুধবার দুপুরে জমিতে ধান চাষ করার সময় ঘটে দুর্ঘটনা। মাঠে গিয়ে ছিলেন পারিবারের সম্বল জোগাতে আর বাড়ি ফেরা হল না। হঠাৎ কালো মেঘ ঘনিয়ে প্রবল বজ্রবৃষ্টি শুরু হয়। সেই বজ্রাঘাতে মাঠে লাঙ্গল দেওবার সময় মৃত্যু হয় ললিত মাহাতর। তার বয়স ৪৭।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, অভাবের সংসার মাত্র ১৫ কাঠা জমি চাষ করে সংসার চালাতেন।
advertisement
advertisement
জোটেনি আবাস যোজনার বাড়ি, মাটির কুঁড়ে ঘরে বসবাস করত। ছোটবেলায় বাবা মারা যাওয়ার ফলে সংসারের মূল চালিকা শক্তি ছিল ললিত। সংসারের অর্থ জোগাড় করতে তিনি ছাগল পালন করতেন।গত এক বছর আগে তার মা মারা যায়। বর্তমানে দুই ছেলে ও স্ত্রী, বড় ছেলে বেকার, ছোট ছেলে নবম শ্রেণীতে পড়ে।
advertisement
ললিতের স্ত্রী সবিতা দেবী বলেন, ‘আমাদের সংসারে ও একমাত্র রোজকার করত, কাজ করলে খাবার জুটত, এখন কীভাবে সংসার চালাব ভাবতে পারছি না।’ ওই গ্রামের বাসিন্দা মথুর মাহাত বলেন “জমি জায়গা সেরকম নেই, লোকের বাড়িতে কাজ করে সংসার চালাত ললিত।’ অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
তন্ময় নন্দী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2025 11:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News : মাঠে যাওয়াই কাল হল, আর ফেরা হল না বাড়িতে..., সাঁকরাইলের মাহাত পরিবারে হঠাৎ নামল অন্ধকার!