Fan: সারাদিন পাখা চালাচ্ছেন, খুব সাবধানে! নদিয়ার পোস্ট অফিসে যা ঘটল, যে কোনও সময় ঘটবে আপনার বাড়িতেও!
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Fan: ইতিমধ্যেই তারা খবর দিয়েছিলেন শান্তিপুর থানা এবং পোস্ট অফিসের নাইটগার্ডসহ কেয়ারটেকারকে।
নদিয়া: আলো কিংবা পাখার সুইচ অফ না থাকার কারণেই ঘটলশট সার্কিট! অল্পের জন্য রক্ষা পেল শান্তিপুর পোস্ট অফিসে থাকা লাখলাখমানুষের আমানতের নথিপত্র।এলাকাবাসীর সঠিক সময়ে খবরে দমকল কর্মীরা এসে পৌঁছালসঙ্গে সঙ্গেই। আগুন নেভানোর ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। জানা যায় এদিন অফিস বন্ধ হওয়ার পর হঠাৎই শান্তিপুর পোস্ট অফিসের ভেতর থেকে আগুনের শিখা দেখতে পান বেশ কিছু স্থানীয় এলাকার বাসিন্দারা। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল কর্মীদের। তবে তারা কেউই ভেতরে ঢুকতে পারছিলেন না পোস্ট অফিসের মূল গেটে তালা থাকার থাকার কারণে। যদিও ইতিমধ্যেই তারা খবর দিয়েছিলেন শান্তিপুর থানা এবং পোস্ট অফিসের নাইটগার্ডসহ কেয়ারটেকারকে।
পোস্ট অফিসে সিকিউরিটি গার্ডের সাহায্যে অফিসে তালা খুলে ভেতরে ঢুকে দেখেন একটি দেওয়াল পাখা ওপর থেকে নিচে পড়ে রয়েছে এবং সেখান থেকেই বেরোচ্ছে ধোঁয়া যদিও সাধারণ মানুষের আমানতের বিভিন্ন কাগজপত্র যেখানে রয়েছে তার বেশ খানিকটা দূরে বারান্দায় ঘটেছে এই দুর্ঘটনা। তাদের অনুমান হয়তো অফিস বন্ধ করার পরেও অনবরত চলছিল এবং সেটি গরম হয়ে শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। যেহেতু পোস্ট অফিসে একাধিক মূল্যবান নথিপত্র থাকে আগুন নেভানোর জন্য জল ব্যবহার করলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই কারণে তারা জলের পরিবর্তে এখানে গ্যাস দিয়ে আগুন নেভানোর সিদ্ধান্ত নেন। যদিও দমকল সূত্রমতে জানা যায় আগুন অফিসের ভেতরে ঢুকতে পারেনি অফিসের বাইরেই একটি কোনায় আগুন লেগেছিল।
advertisement
ইলেকট্রিকের তার বেয়ে আগুন ভেতরে গেলে ভয়ংকর অবস্থা হতে পারতকারণ একাধিক দাহ্য পদার্থ কাগজ দরজার কাঠ সহ বিভিন্ন জায়গায় আগুন লেগে সমস্ত নথি পোস্ট অফিসের পুড়ে যেতে পারত। যদিও দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে তারা। দমকল কর্মীরা জানাচ্ছেন অনেক সময় আমরা বাড়ির বাইরে গেলে প্রয়োজনীয় সুইচ বন্ধ করতে ভুলে যাই যার ফলে অনবরত কোন বৈদ্যুতিক যন্ত্র চলার পর সেটি গরম হয়ে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। সেই কারণেই তারা পরামর্শ দিচ্ছেন বাড়ির বাইরে যাওয়ার সময় অবশ্যই গ্যাস সহ বৈদ্যুতিক যন্ত্রপাতি ভালোভাবে বন্ধ করে তবেই যেতে।
advertisement
advertisement
যদিও এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও পোস্ট অফিসের দায়িত্বে থাকা পোস্টমাস্টার কে একাধিকবার ফোন করার পরেও শান্তিপুরে থাকলেও ঘটনা স্থলে তিনি সন্ধে আটটা পর্যন্ত এসে পৌঁছাতে পারিনি বলেই সূত্রের খবর।
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2025 6:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fan: সারাদিন পাখা চালাচ্ছেন, খুব সাবধানে! নদিয়ার পোস্ট অফিসে যা ঘটল, যে কোনও সময় ঘটবে আপনার বাড়িতেও!