Murshidabad News: ও ডাক্তার...নচিকেতাকে জবাব দিয়ে ভাইরাল গানের মানুষটা আর নেই! চলে গেলেন সেই ডাক্তার

Last Updated:

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রখ্যাত চিকিৎসক ডাঃ অনির্বাণ দত্ত। হঠাৎই হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল চিকিৎসক অনির্বাণ দত্তের। আর এই চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা চিকিৎসক মহলে।

+
ও

ও ডাক্তার...নচিকেতাকে জবাব দিয়ে ভাইরাল গানের মানুষটা আর নেই! চলে গেলেন সেই ডাক্তার

মুর্শিদাবাদ: হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রখ্যাত চিকিৎসক ছিলেন ডাঃ অনির্বাণ দত্তের। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্‍সক ছিলেন তিনি। তাঁর মৃত‍্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা চিকিৎসক মহলে।
২০২০ কোভিড মহামারির সময়ে তিনি কোভিড আক্রান্ত হন। আর তখনই নচিকেতাকে জবাব দিয়ে হাতে গিটার নিয়ে গান বেঁধে ছিলেন ডাক্তার অর্নিবান দত্ত। আর সেই গান ভাইরাল হয়ে যায় সহজেই। তাঁর কন্ঠে ছিল ‘সাহস যদি থাকে নচিকেতা, একবার নেমে এসো পথে’  তুমি তো বুকে ছিলে আগুন তুমি তো পারো বদলাতে! ওহ ডাক্তার! আমি ডাক্তার… কিন্তু এই গান আর শোনা যাবে না তার কণ্ঠ।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির বাসিন্দা এই চিকিৎসক। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশুনো। তারপর তার মানুষের সেবায় যোগদান করেছিলেন। গত ছয় মাস বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মানুষের সেবা ছিল তার একমাত্র নেশা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজিক্যালে বিভাগের চিকিৎসক ছিলেন তিনি।
advertisement
হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় মঙ্গলবার। মৃত্যুকালে তার স্ত্রী-সহ পরিবারকে রেখে গেলেন। এত অল্প বয়সেই তরতাজা প্রাণ চলে যেতেই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহল-সহ তার কাছের মানুষদের মধ্যেও। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে শেষ শ্রদ্ধা জানান চিকিৎসক থেকে নার্স সকলেই।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ও ডাক্তার...নচিকেতাকে জবাব দিয়ে ভাইরাল গানের মানুষটা আর নেই! চলে গেলেন সেই ডাক্তার
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement