Murshidabad News: ও ডাক্তার...নচিকেতাকে জবাব দিয়ে ভাইরাল গানের মানুষটা আর নেই! চলে গেলেন সেই ডাক্তার
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রখ্যাত চিকিৎসক ডাঃ অনির্বাণ দত্ত। হঠাৎই হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল চিকিৎসক অনির্বাণ দত্তের। আর এই চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা চিকিৎসক মহলে।
মুর্শিদাবাদ: হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রখ্যাত চিকিৎসক ছিলেন ডাঃ অনির্বাণ দত্তের। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা চিকিৎসক মহলে।
২০২০ কোভিড মহামারির সময়ে তিনি কোভিড আক্রান্ত হন। আর তখনই নচিকেতাকে জবাব দিয়ে হাতে গিটার নিয়ে গান বেঁধে ছিলেন ডাক্তার অর্নিবান দত্ত। আর সেই গান ভাইরাল হয়ে যায় সহজেই। তাঁর কন্ঠে ছিল ‘সাহস যদি থাকে নচিকেতা, একবার নেমে এসো পথে’ তুমি তো বুকে ছিলে আগুন তুমি তো পারো বদলাতে! ওহ ডাক্তার! আমি ডাক্তার… কিন্তু এই গান আর শোনা যাবে না তার কণ্ঠ।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির বাসিন্দা এই চিকিৎসক। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশুনো। তারপর তার মানুষের সেবায় যোগদান করেছিলেন। গত ছয় মাস বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মানুষের সেবা ছিল তার একমাত্র নেশা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজিক্যালে বিভাগের চিকিৎসক ছিলেন তিনি।
advertisement
হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় মঙ্গলবার। মৃত্যুকালে তার স্ত্রী-সহ পরিবারকে রেখে গেলেন। এত অল্প বয়সেই তরতাজা প্রাণ চলে যেতেই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহল-সহ তার কাছের মানুষদের মধ্যেও। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে শেষ শ্রদ্ধা জানান চিকিৎসক থেকে নার্স সকলেই।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2024 8:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ও ডাক্তার...নচিকেতাকে জবাব দিয়ে ভাইরাল গানের মানুষটা আর নেই! চলে গেলেন সেই ডাক্তার