Purulia News: পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি! ভাইয়ের হাতে খুন মূক ও বধির দিদি
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
ভাইয়ের হাতে খুন হল দিদি, আটক অভিযুক্ত! রাঙাডি গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ পাল ও তার মূক- বধির দিদি জবা পাল। পারিবারিক কারণে তাদের মধ্যে ব্যাপক অশান্তি সৃষ্টি হয়। শুরু হয় মারধর। গৌরাঙ্গ পাল জবা পালকে ব্যাপক মারধর করে। আর তাতেই গুরুতর আহত হয় জবা পাল।
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে মর্মান্তিক পরিণতি। ভাইয়ের হাতে খুন হতে হল মূক-বধির দিদিকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার অন্তর্গত রাঙাডি মোর সংলগ্ন এলাকায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, রাঙাডি গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ পাল ও তার মূক-বধির দিদি জবা পাল। পারিবারিক কারণে তাদের মধ্যে ব্যাপক অশান্তি সৃষ্টি হয়। শুরু হয় মারধর। গৌরাঙ্গ পাল জবা পালকে ব্যাপক মারধর করে। আর তাতেই গুরুতর আহত হন জবা পাল।
advertisement
advertisement
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এর পর তাঁকে ওই অবস্থায় উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
খবর দেওয়া হয় বলরামপুর থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার আইসি অর্ণব গুহ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। অভিযুক্ত গৌরাঙ্গ পালকে আটক করেছে পুলিশ। মৃতা জবা পালের বাবা দুখন পালকে জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। ঠিক কী কারণে এই মর্মান্তিক পরিণতির শিকার হতে হল জবা পালকে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Dec 26, 2025 6:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি! ভাইয়ের হাতে খুন মূক ও বধির দিদি









