Falta Murder Update: স্ত্রীকে ডেকে নিয়ে প্রথমে সঙ্গম, তার পরই জলে ডুবিয়ে খুন-আগুন! ফলতা কাণ্ডে গ্রেফতার স্বামী

Last Updated:

গত বুধবার সকালে ফলতার বুদা গ্রামে একটি জ্বলন্ত খড়ের গাদার ভিতর থেকে এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার হয়৷ মৃতদেহটি এমন ভাবে পুড়ে গিয়েছিল যে সেটি শনাক্ত করার উপায় ছিল না৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
আনিশউদ্দিন মোল্লা, ফলতা: দু দিন আগেই দক্ষিণ চব্বিশ পরগণার ফলতায় খড়ের গাদা থেকে উদ্ধার হয়েছিল এক গৃহবধূর দগ্ধ দেহ৷ সেই ঘটনায় চাঞ্চল্যকর মোড়৷ এই ঘটনায় মৃতার স্বামীকেই খুনের অভিযোগে গ্রেফতার করল পুলিশ৷ অভিযোগ, বাপের বাড়ি থেকে ডেকে নিয়ে নিয়ে গিয়ে পুকুরে চুবিয়ে প্রথমে নিজের স্ত্রীকে খুন করে গোলাম আলি শেখ নামে অভিযুক্ত যুবক৷ এর পর গভীর রাতে পেট্রোল কিনে এনে খড়ের গাদায় আগুন লাগিয়ে নিজের স্ত্রীর দেহ পুড়িয়ে দেয় সে৷
গত বুধবার সকালে ফলতার বুদা গ্রামে একটি জ্বলন্ত খড়ের গাদার ভিতর থেকে এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার হয়৷ মৃতদেহটি এমন ভাবে পুড়ে গিয়েছিল যে সেটি শনাক্ত করার উপায় ছিল না৷ শেষ পর্যন্ত গলার রুপোর চেন, পোশাকের না পোড়া অংশ ও জুতো দেখে তরুণীকে শনাক্ত করেন তাঁর বাপের বাড়ির সদস্যরা৷
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুনকুমার দে এ দিন জানান, মৃত ওই গৃহবধূ দক্ষিণ চব্বিশ পরগণারই বিষ্ণুপুর এলাকায় নিজের বাপের বাড়িতে থাকতেন৷ বছর পাঁচেক আগে ফলতার বুদা গ্রামের বাসিন্দা গোলাম আলি শেখের সঙ্গে বিয়ে হয় তাঁর৷ কিন্তু দাম্পত্য কলহের জেরে গত প্রায় দেড় বছর ধরে নিজের মেয়েকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন ওই তরুণী৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার একাধিকবার ফোন করে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে গোলাম আলি শেখ৷ এর পর জামাকাপড় কিনে দেওয়ার নাম করে স্ত্রীকে দেখা করতে বলে সে৷ মঙ্গলবার বিকেলে বাখরাহাট এলাকা থেকে স্ত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় গোলাম আলি শেখ৷ এর পর খাওয়া দাওয়া, কেনাকাটা সেরে স্ত্রীকে নিয়ে বুদা গ্রামের ওই নির্জন এলাকায় পৌঁছয় ওই যুবক৷
advertisement
অভিযোগ, ওই দিন রাতেই ঠান্ডা মাথায় স্ত্রীর সঙ্গে প্রথমে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় ওই যুবক৷ এর পরই শুরু হয় নির্যাতন৷ পুকুরের জলে ডুবিয়ে নিজের স্ত্রীকে ওই যুবক খুন করে বলে অভিযোগ৷ এর পর খড়ের গাদার মধ্যে দেহ লুকিয়ে রেখে বিষ্ণুপুরে ফিরে যায় সে৷
পেশায় দর্জি গোলাম আলি নিজের শ্বশুরবাড়ির এলাকাতেই কাজ করত৷ মঙ্গলবার রাতেই বাখরাহাট এলাকার একটি পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনে এনে ওই খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত৷ উদ্দেশ্য ছিল স্ত্রীর দেহ পুড়িয়ে দেওয়া৷ খড়ের গাদায় আগুন লাগানোর পর রাতে ফের বিষ্ণুপুরে নিজের কাজের জায়গায় ফিরে আসে অভিযুক্ত৷
advertisement
রাতভর মেয়ের খোঁজ না পেয়ে পরের দিন জামাইয়ের কাছে খোঁজখবর করেন তরুণীর বাবা৷ অভিযোগ তখন তাঁকে গালিগালাজ করে অভিযুক্ত যুবক৷ তখনই তরুণীর বাবা এবং এলাকার বাসিন্দারা অভিযুক্ত গোলাম আলিকে মারধর করে৷ এর পর ঘটনাস্থল থেকে পালায় সে৷
জামাইয়ের এই আচরণে সন্দেহ হওয়ায় পুলিশে অভিযোগ জানান মৃতা তরুণীর বাবা৷ এর পরই ফলতায় এক তরুণীর দেহ উদ্ধারের খবর আসে৷ দেহটি শনাক্ত করে মৃতার পরিবার৷ এর পরই তদন্তে নেমে অভিযুক্ত গোলাম আলিকে গ্রেফতার করে পুলিশ৷ তদন্তকারীদের দাবি সম্পর্কের টানাপোড়েনের জেরে আক্রোশ থেকেই স্ত্রীকে খুন করেছে অভিযুক্ত গোলাম আলি শেখ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Falta Murder Update: স্ত্রীকে ডেকে নিয়ে প্রথমে সঙ্গম, তার পরই জলে ডুবিয়ে খুন-আগুন! ফলতা কাণ্ডে গ্রেফতার স্বামী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement