সেকি কাণ্ড! কেবল ছবি পালটে ভুয়ো ভোটার কার্ড! চুপিসারে বনগাঁর যুবকের নামে কোথায় ভোট পড়ছে জানেন?
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
ভোটার কার্ডে নাম, বাবার নাম এবং এপিক নম্বর এক রেখে শুধুমাত্র ছবি এবং ঠিকানা পালটে ভুয়ো ভোটার কার্ড বানানোর অভিযোগ।
বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়াঃ ভোটার কার্ডে নাম, বাবার নাম এবং এপিক নম্বর এক রেখে শুধুমাত্র ছবি এবং ঠিকানা পরিবর্তন করে ভুয়ো ভোটার কার্ড বানানোর অভিযোগ উঠল রাজারহাট নিউটাউনের এক যুবকের বিরুদ্ধে। যার ফলে গাইঘাটার বাসিন্দা পরিমলের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, গাইঘাটা থানার সুটিয়া গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়ার বাসিন্দা পরিমল দাস ২০০৩ সালে ১৯ বছর বয়সে ভোটার হন। তার পর থেকে তিনি ভোট দিচ্ছেন সমস্ত নির্বাচনে। পরিমল বাবুর অভিযোগ, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি ভোট দিতে গিয়ে জানতে পরেন, তাঁর ভোট কাটা গিয়েছে। খোঁজ নিয়ে পরিমল জানতে পারেন, তাঁর এপিক নম্বরে রাজারহাট নিউটাউনে ভোট পড়ছে। যেখানে পরিমলের নাম, বাবার নাম এবং এপিক নম্বর এক শুধু মাত্র ছবি এবং ঠিকানা পরিবর্তন হয়েছে। পরিমলের অনুমান, এর পিছনে বড় কোন চক্র কাজ করেছে। বিভিন্ন নেতাদের জানিয়েও কোন কাজ হয়নি। নিজের ভোটার কার্ড ফিরে পেতে গাইঘাটার বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন গাইঘাটার পরিমল দাস।
advertisement
আরও পড়ুনঃ মুহূর্তে বড় অঘটন! বড় মা দর্শনে গিয়ে জোয়ারের জলে তলিয়ে গেল গাড়ি, তারপর যা হল…
অভিযোগ ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও নীলাদ্রি সরকার। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, তৃণমূলের আমলে সব কিছুই সম্ভব। পশ্চিমবঙ্গে ১ কোটির উপরে ভুয়ো ভোটার আছে। প্রশাসনিক প্রভাব খাটিয়ে ভুয়ো ভোটার, মৃত ভোটার রেখে নির্বাচনে জেতার কৌশলে তৃণমূল কংগ্রেস পারদর্শী হয়ে উঠেছে। একটা পাহাড়ের চূড়ার নীচে পুরো পাহাড় রয়েছে এখানে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কেউ শাড়ি পরে তো কেউ সালোয়ার-কামিজ, তবে সবার হাতে হাতে একটাই জিনিস স্পষ্ট! তীর-ধনুক হাতে তুললেন এই মেয়েরা, কেন?
বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নরোত্তম বিশ্বাস বলেন, “এটা দেখা তো নির্বাচন কমিশনের কাজ। এই ধরণের কাজ যদি হয়ে থাকে তাহলে কি কেন্দ্রীয় এজেন্সি ঘুমাচ্ছে। বিরোধী হতে গেলে শাসকের বিরুদ্ধে অনেক কিছুই বলতে হয় তাই উনি বলছেন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 8:47 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সেকি কাণ্ড! কেবল ছবি পালটে ভুয়ো ভোটার কার্ড! চুপিসারে বনগাঁর যুবকের নামে কোথায় ভোট পড়ছে জানেন?