North 24 Parganas News: মুহূর্তে বড় অঘটন! বড় মা দর্শনে গিয়ে জোয়ারের জলে তলিয়ে গেল গাড়ি, তারপর যা হল...
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Subhajit Sarkar
Last Updated:
North 24 Parganas News: বড় মা দর্শনে এসে নৈহাটি ফেরিঘাটে জোয়ারের জলে তলিয়ে গেল গাড়ি, সতর্কতা উপেক্ষায় ফের বিপত্তি।
বড় মা দর্শনে এসে নৈহাটি ফেরিঘাটে জোয়ারের জলে তলিয়ে গেল গাড়ি, সতর্কতা উপেক্ষায় ফের বিপত্তি। নৈহাটি বড় মাকে পুজো দিতে আসা বাইরের একটি পরিবার ফেরিঘাটে গাড়ি পার্কিং করেছিল। কিন্তু আচমকায় ভরা জোয়ারের জলে মুহূর্তে গাড়িটি গঙ্গায় তলিয়ে যায়।
advertisement
লাগাতার বৃষ্টিতে আগেই গঙ্গার জলস্তর বেড়ে থাকায় জোয়ারের চাপ আরও বৃদ্ধি পায়। দীর্ঘ প্রচেষ্টার পর স্থানীয় বাসিন্দা ও নৈহাটি থানার পুলিশ গাড়িটি উদ্ধার করে।
advertisement
যদিও পুলিশ বহুবার ওই স্থানে গাড়ি না রাখার সতর্কতা দিয়েছিল, এর আগেও একই জায়গা থেকে একাধিকবার গাড়ি নদীতে তলিয়ে গেছে।
advertisement
বড়মার মন্দিরের জনপ্রিয়তা ও ভিড় দিনে দিনে বাড়ছে কিন্তু নৈহাটি স্টেশন থেকে বড়মার মন্দিরে আসার রাস্তা অত্যন্ত জনবহুল ও যানজটপূর্ণ কিন্তু পার্কিং ব্যবস্থার অভাবে ভিড় নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিচ্ছে।
advertisement