Bow-Arrow: কেউ শাড়ি পরে তো কেউ সালোয়ার-কামিজ, তবে সবার হাতে হাতে একটাই জিনিস স্পষ্ট! তীর-ধনুক হাতে তুললেন এই মেয়েরা, কেন?

Last Updated:
মূলত নিজেদের আত্মরক্ষার জন্য এভাবে তৈরি হচ্ছেন তাঁরা, তাই এই ব্যবস্থা৷
1/5
অর্জুনের তীর নারীদের হাতে অভয়ার বিচারের দাবিতে ব্যারাকপুরের নারীদের অভিনব প্রতিবাদ, আগামীকাল নবান্ন অভিযানআজ ৮ ই আগস্ট এক বছর পূর্ণ হলঅভয়ার মৃত্যুর বিচার এখনও না মেলায় উত্তাল হয়ে উঠেছে ব্যারাকপুর।
অর্জুনের তীর নারীদের হাতে অভয়ার বিচারের দাবিতে ব্যারাকপুরের নারীদের অভিনব প্রতিবাদ৷ ৮ ই আগস্ট এক বছর পূর্ণ হল অভয়ার মৃত্যুর৷ বিচার এখনও না মেলায় উত্তাল হয়ে উঠেছে ব্যারাকপুর।
advertisement
2/5
সেই প্রতিবাদের অংশ হিসেবেই হালিশহরের মহিলারা আজ হাতে তুলে নিলেন ‘অর্জুনের তীর’। এক অভিনব প্রতীকী প্রতিবাদে তাঁরা জানালেন—
সেই প্রতিবাদের অংশ হিসেবেই হালিশহরের মহিলারা হাতে তুলে নেন ‘অর্জুনের তীর’। এক অভিনব প্রতীকী প্রতিবাদে তাঁরা জানালেন— "আজকের বাংলায় নারী সুরক্ষার নিশ্চয়তা নেই। প্রশাসন ব্যর্থ। তাই মহাভারতের অর্জুনের মতো আমরাও তীর-ধনুক তুলে আত্মরক্ষায় প্রস্তুত।"
advertisement
3/5
এই কর্মসূচির মূল বার্তা ছিল বিচার চাই, আত্মরক্ষা চাই স্থানীয় এক প্রতিবাদী নারী বলেন,
এই কর্মসূচির মূল বার্তা ছিল বিচার চাই, আত্মরক্ষা চাই স্থানীয় এক প্রতিবাদী নারী বলেন, "অভয়ার পূর্ণশরীর পাওয়া গেলেও আজও বিচার পাওয়া গেল না। বাংলার নারীরা আজ নিরুপায়। প্রশাসন যখন ব্যর্থ, তখন আমাদেরই আত্মরক্ষার অস্ত্র তুলে নিতে হবে
advertisement
4/5
এই প্রতিবাদে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন বহু নারী। তাঁরা আহ্বান জানান রাজ্যের সব মহিলাদের—
এই প্রতিবাদে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন বহু নারী। তাঁরা আহ্বান জানান রাজ্যের সব মহিলাদের— "আপনারাও প্রতিবাদে অংশ নিন, তীর ধনুক নয়, অন্তত সাহস তুলে নিন।
advertisement
5/5
অভয়ার বাবা-মা ইতিমধ্যেই আগামীকাল, ৯ আগস্ট, নবান্ন অভিযানের ডাক দিয়েছেন।তাঁদের আবেদন, “আমাদের মেয়ের মতো আর কোনও অভয়া যেন হারিয়ে না যায়। ন্যায়বিচার পেতে সবাই রাস্তায় নামুন।
অভয়ার বাবা-মায়ের আবেদন, “আমাদের মেয়ের মতো আর কোনও অভয়া যেন হারিয়ে না যায়। ন্যায়বিচার পেতে সবাই রাস্তায় নামুন।
advertisement
advertisement
advertisement