পঞ্জাবের প্যাকেটে চড়া দামে বিক্রি হচ্ছে নকল আলু বীজ! চাঞ্চল্য মেমারিতে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অভিযোগ, পঞ্জাবের আলু বীজের নামে মেমারির একটি হিমঘর স্থানীয় আলু বীজ বিক্রি করে মোটা টাকা মুনাফা লোটার চেষ্টা চালাচ্ছিল।
#বর্ধমান : এবার আলু বীজে জালিয়াতির অভিযোগ উঠল রাজ্যের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলায়। আলু বীজের জালিয়াতি করার অভিযোগ উঠলো মেমারির একটি কোল্ড স্টোরেজের বিরুদ্ধে। চাষীদের অভিযোগ, এই হিমঘরে পঞ্জাবের উন্নত বীজের নামে নিম্নমানের স্থানীয় বীজ প্যাকেটজাত করে চড়া দামে বিক্রি করা হচ্ছে। ইতিমধ্যেই এইরকম ৪২ বস্তা আলু বীজ আটক করেন স্থানীয়রা৷
খবর পেয়েই ঘটনাস্থলে যান মেমরি এক নম্বর ব্লকের বিডিও। তিনি সমস্ত কিছু খতিয়ে দেখেন। জালিয়াতি হয়ে থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। এ ব্যাপারে ওই হিমঘর কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি। পূর্ব বর্ধমানের কালনা মহকুমা, শক্তিগড়, মেমারি সহ অনেক জায়গাতেই জলদি জাতের আলু চাষ হয়। জলদি জাতের ধান কাটার পরে আগেভাগে আলু চাষ শুরু করে দেন কৃষকরা।
advertisement
advertisement
শুরুতে আলুর বাজারে টান থাকে। তাই নতুন আলুর একটু বেশি দাম মেলে। সেই মুনাফা লাভের আশাতেই এই এলাকায় চাষিরা আগেভাগে আলু চাষ শুরু করেন। সেজন্য তারা বেশিরভাগ ক্ষেত্রেই পাঞ্জাবের আলু বীজের ওপর নির্ভরশীল। অনেকেই শীত পড়তেই আলু চাষের জমি প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছেন।এখন প্রয়োজন উন্নত মানের বীজের চাষীদের সেই চাহিদার কথা মাথায় রেখেই ব্যবসায়ীরা বীজ আমদানি শুরু করে দিয়েছেন।
advertisement
আরও পড়ুন - Weather Update: জোরে জোরে বইবে হাওয়া, প্রবল বৃষ্টি, বঙ্গোপসাগরের সাইক্লোনিক সার্কুলেশনে তুলকালাম
অভিযোগ, পঞ্জাবের আলু বীজের নামে মেমারির একটি হিমঘর স্থানীয় আলু বীজ বিক্রি করে মোটা টাকা মুনাফা লোটার চেষ্টা চালাচ্ছিল। সন্দেহ হওয়ায় কৃষকরা সেই বীজ আটক করে স্থানীয় প্রশাসনের কাছে খবর দেয়। এরপরই স্থানীয় ব্লক প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ওই আলু বীজ আটক করে।এক্ষেত্রে জালিয়াতি হয়ে থাকলে কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। কৃষকদের বক্তব্য, কয়েকদিন আগেই নামি সার কোম্পানির প্যাকেটে নকল সার আনা হয়েছিল।এরপর পাঞ্জাবের উন্নত মানের বীজের নামে নকল আলুবীজ বিক্রি করা হচ্ছে। এইসব অসাধু কারবার বন্ধে কড়া পদক্ষেপ নিক প্রশাসন।
advertisement
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2022 11:19 AM IST