Fake Notes: মাটিয়ায় বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার... টাকার অঙ্ক শুনলে চমকে না উঠে পারবেন না
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ধৃতের বিরুদ্ধে এর আগেও মাটিয়া থানায় চুরি ছিন্তাইয়ের একাধিক অভিযোগ ছিল। পাশাপাশি আগ্নেয়াস্ত্র মামলায় সে ছয় মাস আগে পুলিশের হাতে ধরা পড়েছিল।
মাটিয়া, জিয়াউল আলম: গভীর রাতে বসিরহাটের মাটিয়া থেকে ৩৪ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। ঘটনায় বাড়ি মালিকের ভাই শেখ আবুল রাজাকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে মাটিয়ার খোলাপোতা মথুরাপুরের একটি বাড়িতে
হানা দেয় মাটিয়া থানা ও বসিরহাট জেলা পুলিশেরর বিশেষ টিম। সেখান থেকে উদ্ধার হয় ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকার জাল নোট। এর মধ্যে ২০০, ৫০০ এবং দু’হাজার টাকার নোট রয়েছে। তবে, বাড়ির মালিক অবশ্য পলাতক। বিপুল পরিমাণ জাল নোট কেন বাড়িতে রাখা হয়েছিল, তা কোথায় পাচারের ছক ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
advertisement
advertisement
ধৃতের বিরুদ্ধে এর আগেও মাটিয়া থানায় চুরি ছিন্তাইয়ের একাধিক অভিযোগ ছিল। পাশাপাশি আগ্নেয়াস্ত্র মামলায় সে ছয় মাস আগে পুলিশের হাতে ধরা পড়েছিল। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা পেপার কাটিং। পুলিশের প্রাথমিক ধারণা আগামীতে এগুলি প্রিন্টিং করে টাকা রূপান্তরিত করার পরিকল্পনা ছিল ওই জাল নোট কারবারি। ধৃতের সঙ্গে বাংলাদেশের কোন যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সংখ্যার হিসাবে ২০০০ টাকার জাল নোট ১৫৬৭টি ও ৫০০ টাকার জাল নোট ৩২৭টি ও ২০০ টাকার জাল নোট ২৯৪টি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 04, 2025 12:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake Notes: মাটিয়ায় বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার... টাকার অঙ্ক শুনলে চমকে না উঠে পারবেন না