মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস! অন্যত্র বিয়ের কথা চালাতেই থানায় যুবতী, গ্রেফতার অভিযুক্ত
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
অভিযোগ অনুযায়ী, নির্যাতিতা যুবতীর সঙ্গে কর্মসূত্রে আলাপ হয়েছিল অভিযুক্তের। ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়
নরেন্দ্রপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডলঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুরে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সুব্রত মন্ডল। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে তাঁকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
অভিযোগ অনুযায়ী, গড়িয়া নিবাসী নির্যাতিতা যুবতীর সঙ্গে কর্মসূত্রে আলাপ হয়েছিল সুব্রতর। ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পুলিশের দাবি, সম্পর্কের আড়ালে অভিযুক্ত একাধিকবার ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। শুরু থেকেই সুব্রত বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু সম্প্রতি জানা যায়, তাঁর অন্যত্র বিয়ের কথাবার্তা চলছে। তখনই ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন সুব্রত। এরপর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
advertisement
আরও পড়ুনঃ পুকুরে নেমে বিপত্তি, হঠাৎ পিছন থেকে ‘তেনার’ আক্রমণ! কোনও রকমে প্রাণ বাঁচিয়ে ফিরলেন বৃদ্ধ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে সুব্রতকে গ্রেফতার করা হয়। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাঁর গোপন জবানবন্দীর আবেদনও জানানো হয়েছে।
advertisement
advertisement
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর অন্যত্র বিয়ের কথাবার্তার সূত্র ধরে পুরো বিষয়টির তদন্ত চালানো হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও ধর্ষণের মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 1:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস! অন্যত্র বিয়ের কথা চালাতেই থানায় যুবতী, গ্রেফতার অভিযুক্ত