‘বড়’ কোম্পানির জাল লেবেল লাগিয়ে দেদার বিক্রি জাল মধু, বৃদ্ধ ও শিশুদের শরীর নিয়ে আতঙ্কিত বাসিন্দারা
- Published by:Debalina Datta
Last Updated:
স্বাস্থ্য ভালো হবে ভেবে এতদিন যা খাওয়া হচ্ছিল তা আসলে কী খেতেন
#বর্ধমান : বাজারে নামী কোম্পানির আড়ালে নকল মধু বিক্রির বিষয়টি জানাজানি হতেই আতঙ্কিত পূর্ব বর্ধমান জেলার বাসিন্দারা। এই কারবারে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। অবিলম্বে বাজারগুলিতে হানা দিয়ে এই নকল মধু বাজেয়াপ্ত করা হক বলছেন তাঁরা। দুদিন আগে পূর্ব বর্ধমানের মেমারি শহরে এই নকল মধু কারখানার হদিশ মেলে। জেলা পুলিশ ও জেলা পুলিশের দুর্নীতি দমন শাখার যৌথ অভিযানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অতি নিম্নমানের সামগ্রী দিয়ে এই নকল মধু তৈরি করে তা নামি কোম্পানির লেবেল লাগানো পাত্রে ভরে বাজারে পাঠানো হচ্ছিল বলে জানতে পারে পুলিশ।
বর্ধমানের বাসিন্দা নন্দিতা সরকার বলেন, ‘বাজারে নকল মধু বিক্রি হচ্ছে শুনে আমরা আতঙ্কিত। শিশু জন্ম নেওয়ার পর তার মুখে মধু দেওয়া হয়। তাছাড়া শরীর সুস্থ রাখতে শিশু ও বয়স্কদের নিয়মিত মধু খাওয়ানো হয়। খাবারের স্বাদ ও পুষ্টি বাড়াতে আমরা মধু ব্যবহার করি। চড়া দামে তা কিনে সকলে মিলে যে আসলে বিষ খাচ্ছি তা ভেবেই অবাক হচ্ছি আমরা।’
advertisement
advertisement
পেশায় শিক্ষক শ্যামসুন্দর রায় বলেন, ‘বাজারে অনেক রকম মধু পাওয়া যায়। চাক ভাঙা মধু বলে বাড়িতে বাড়িতে অনেক কম দামে অনেকে মধু বিক্রি করতে আসে। হয়তো সে মধু খাঁটি। তবু ঝুঁকি না নিয়ে আমরা অনেকেই নামি কোম্পানির ওপর ভরসা রেখে অনেক বেশি দামে মধু কিনি। কিন্তু সে মধুও যে নকল তা ভেবে আমরা যথেষ্টই উদ্বিগ্ন। জানি না, আমরা না জেনে কত কি নকল খাবার খাচ্ছি।’
advertisement
সম্প্রতি বর্ধমান শহর লাগোয়া বাজে প্রতাপপুরে নকল ঘি কারখানার হদিশ মিলেছিল। পচা মিষ্টি ও মিষ্টির পচা রসে রাসায়নিক মিশিয়ে তাতে ঘিয়ের এসেন্স দিয়ে তৈরি হতো সেই নকল ঘি। সেখানে সেসব সামগ্রী দিয়ে তৈরি হতো চকোলেট এমনকি বেবি ফুডও। সেই খবরে রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। নকল ঘি কারখানার রেশ মেটার আগেই এবার নকল মধু কারখানার হদিশ মিলল। জেলার বাসিন্দাদের দাবি, কোথায় কি নকল কারখানা রয়েছে তা চিহ্নিত করে অবিলম্বে সেসব জাল কারবার বন্ধে উদ্যোগ নিক প্রশাসন।
advertisement
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2020 2:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘বড়’ কোম্পানির জাল লেবেল লাগিয়ে দেদার বিক্রি জাল মধু, বৃদ্ধ ও শিশুদের শরীর নিয়ে আতঙ্কিত বাসিন্দারা