Fake EVM in WB By Election 2021: বুথের সামনে EVM, তবে নকল! সামশেরগঞ্জে শোরগোল, যে অভিযোগ উঠছে...

Last Updated:

Fake EVM in WB By Election 2021: সামশেরগঞ্জে ভোট কেন্দ্রের একশো মিটারের মধ্যে তৃণমূলের যে বুথ অফিস হয়েছে, তার সামনে নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

নকল ইভিএম!
নকল ইভিএম!
#সামশেরগঞ্জ: সকাল থেকেই ভোট শুরু হয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর-সামশেরগঞ্জে (Jangipur Samsherganj Poll 2021)। মুর্শিদাবাদে প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ১৬.৯ শতাংশ। এরই মধ্যে মারাত্মক অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সামশেরগঞ্জে ভোট কেন্দ্রের একশো মিটারের মধ্যে তৃণমূলের যে বুথ অফিস হয়েছে, তার সামনে নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে।
বিজেপি সহ বাকি বিরোধীদের অভিযোগ, ওই নকল EVM-এর মাধ্যমে তৃণমূল কর্মীরা দেখিয়ে দিচ্ছেন, কোথায় ভোট দিতে হবে। এমনকী ওই নকল ইভিএম-এ কেবলমাত্র তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের নাম রয়েছে। ঘটনাটি ঘটেছে মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে। এই ঘটনায় বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি ও কংগ্রেস। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তবে, অভিযোগ পাওয়ার পরই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
advertisement
তবে, অভিযোগের এখানেই শেষ নয়, সামশেরগঞ্জের দোগাছি গ্রাম পঞ্চায়েতে গিয়ে ভোটারদের প্রভাবিত করে তৃণমূলে ভোট দেওয়ার আবেদন করার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে। ভোটারদের কাছে গিয়ে জোড়া ফুল ও লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দেওয়ার কথা বলছেন আমিরুল, এমনই অভিযোগ তুলেছে বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী।
advertisement
advertisement
যদিও সামশেরগঞ্জে ভোটকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে। অশান্তি শুরু হয়েছে গতকাল রাত থেকেই। গতকাল রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বোমাবাজির অভিযোগ ওঠে। সামশেরগঞ্জের ঘনশ্যামপুরে গতকাল রাতে কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের নেতৃত্বে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানোরও অভিযোগ উঠেছে। তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলামের তোলা অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন কংগ্রেস প্রার্থী।
তবে সব মিলিয়ে নির্বিঘ্নেই চলছে ভবানীপুর-সামশেরগঞ্জ-জঙ্গিপুরের ভোটগ্রহণ। সর্বত্রই সকাল থেকে রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা বলয়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের বিশেষ নজরদারি প্রতিটি বুথ এলাকায়। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনও ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসন ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake EVM in WB By Election 2021: বুথের সামনে EVM, তবে নকল! সামশেরগঞ্জে শোরগোল, যে অভিযোগ উঠছে...
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement