ফের নদীয়ায় ধরা পড়ল ভুয়ো স্ত্রী রোগ বিশেষজ্ঞ
Last Updated:
নামের পাশে লেখেন এমবিবিএস। নিজেকে স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবেও দাবি করেন। তবে চিকিৎসা করেন অন্যের রেজিস্ট্রেশন নম্বরে।
#নদিয়া: নামের পাশে লেখেন এমবিবিএস। নিজেকে স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবেও দাবি করেন। তবে চিকিৎসা করেন অন্যের রেজিস্ট্রেশন নম্বরে। নদিয়ার হবিবপুরে ক্লিনিক খুলে বসে পসার জমিয়েছেন চিকিৎসক অজিতকুমার হালদার। ধরা পড়তেই চিকিৎসক স্বীকার করেন, আদৌ এমবিবিএস পাশই করেননি তিনি। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান।
নদিয়ার হবিবপুরের বিশ্ব ফ্যামিলি ক্লিনিক। এখানেই দীর্ঘদিন ধরে চিকিৎসা করেন অজিত কুমার হালদার। এমবিবিএস, স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবে এলাকায় পরিচিত অজিতবাবু। তাঁর দাবি, গুয়াহাটির একটি প্রাইভেট কলেজ থেকে এমবিবিএসে ডিপ্লোমা করেছেন। যদিও তা বৈধ নয়।
এমনকী ভুয়ো রেজিস্ট্রেশন নম্বর দিয়েই দিনের পর দিন চিকিৎসা করছেন।
advertisement
ভুয়ো রেজিস্ট্রেশন নম্বরে চিকিৎসা
-৪০৫৯- এই রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেন অজিতকুমার হালদার
advertisement
- কিন্তু ওই রেজিস্ট্রেশন নম্বর ঝাড়খণ্ডের বাসিন্দা সাইনি কুমার খেসের নামে নথিভুক্ত
আরও অভিযোগ, ওই চিকিৎসক ক্লিনিকে গর্ভপাত করানো থেকে প্রসূতিদের বিভিন্ন অস্ত্রোপচারও করেন।
চিকিৎসকের দাবি, নদিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের থেকে বিশ্ব ফ্যামিলি ক্লিনিকের একটি লাইসেন্সও বের করেছেন ওই চিকিৎসক।
স্থানীয়দের কাছে ভাল চিকিৎসক হিসেবেই পরিচিত অজিতকুমার হালদার। তবে আসল ঘটনা জেনে ক্ষুব্ধ তাঁরাও।
advertisement
অজিত কুমার হালদার জন্ম ও মৃত্যুর শংসাপত্রও দিয়ে থাকেন। এমবিবিএস পাশ না করেও কীভাবে দিনের পর দিন এলাকায় পসার জমিয়েছিলেন ওই চিকিৎসক। কেনই বা নজর এড়াল পুলিশ-প্রশাসনের? তা নিয়ে প্রশ্ন উঠছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2018 10:25 AM IST