শিশির অধিকারীর মৃত্যু নিয়ে গুজব, দিব্যি আছেন, জানালেন সাংসদ...
Last Updated:
ভরা ভোটের মরসুমেই গুজব রটে যায়, তিনি নাকি আর নেই। ঘনঘন ফোন এসেছে বর্ষীয়ান সাংসদের বাড়িতে। ভুল ভাঙিয়েছেন সাধ্যমত।
#কাঁথি: ভরা ভোটের মরসুমেই গুজব রটে যায়, তিনি নাকি আর নেই। ঘনঘন ফোন এসেছে বর্ষীয়ান সাংসদের বাড়িতে। ভুল ভাঙিয়েছেন সাধ্যমত। তবু গুজব থেমে থাকেনি। শনিবার সশীরের দলনেত্রীর ডাকা বৈঠকে হাজির হয়ে সব জল্পনার অবসান ঘটিয়েছেন।
বয়স আশি পেরোলেও দিব্যি চনমনে কাঁথির সাংসদ শিশির অধিকারী। ভোটের মধ্যেই কানাঘুষো চলছিল। বর্ষীয়ান এই তৃণমূল নেতা নাকি ভীষণ অসুস্থ, আইসিইউতে আছেন। একসময় গুজব ছড়াল, তিনি নাকি মারাই গিয়েছেন। তিনি কি সত্যিই আর নেই? পূর্ব মেদিনীপুরের কাঁথির শান্তিকুঞ্জে পৌঁছে দেখা গেল দিব্যি আছেন শিশিরবাবু। হেসে খেলে জানালেন, বিরক্ত হলেও উপভোগ করছেন গুজবটাকে।
advertisement
তিনি বলছেন মরে গেল অন্যকেউ এমপি হত৷ তাঁর সাংসদ পদ কাড়তে অনেকেই তাঁর মৃত্যু কামনা করছেন বলেও জানিয়েছেন শিশিরবাবু৷ তবে এই গুজব তিনি শুধু উপভোগই করছেন না এই গুজবের ফলে তার আয়ু যে আরও বাড়বে, আশাবাদী অধিকারী বাড়ির নেতার৷
advertisement
গুজবের মধ্যেই ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে তিন বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন। শনিবার কালীঘাটে তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকেও আসেন শিশির অধিকারী। বুঝিয়ে দেন, যতই গুজব ছড়াক এখনই থামছেন না তিনি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2019 9:24 AM IST