Fake CBI Officer : ‘আমি চাই তোর ফাঁসি হোক’! কান্নায় ভেঙে পরে ছেলেকে বললেন 'ভুয়ো CBI' শুভদীপের মা

Last Updated:

নীলবাতি লাগানো গাড়ি চড়ে কখনও সেনা অফিসার, আবার কখনও সিবিআই আধিকারিক (Fake CBI Officer) হিসেবে নিজের পরিচয় দিতেন হাওড়ার জগাছার বাসিন্দা শুভদীপ বন্দ্যোপাধ্য়ায় (Subhadeep Banerjee)।

কলকাতা : রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের পর এবার ধরা পড়ল ভুয়ো সিবিআই (Fake CBI) আধিকারিক। নীলবাতি লাগানো গাড়ি চড়ে কখনও সেনা অফিসার, তো তখন IRS আধিকারিক, তো আবার কখনও সিবিআই আধিকারিক হিসেবে নিজের পরিচয় দিতেন হাওড়ার জগাছার বাসিন্দা শুভদীপ বন্দ্যোপাধ্য়ায়। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দিল্লির পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করা হয় শুভদীপকে।
এদিকে ছেলের এই কুকীর্তি শোনার পর ছেলের জন্য ফাঁসির সাজা চাইলেন শুভদীপ বন্দ্যোপাধ্য়ায়ের (Subhadeep Banerjee) মা শুভ্রা বন্দ্যোপাধ্যায় (Subhra Banerjee)। ছেলের ফোন আসায় ফোনের এপ্রান্ত থেকেই ছেলের ফাঁসি কামনা করলেন শুভদীপের মা। সাংবাদিকদের সামনেই ছেলেকে ফোনে বললেন, ‘স্যারেন্ডার কর তুই। কেরিয়ার বরবাদ, আমি চাই তোর ফাঁসি হোক। এই কাজ করার আগে ভয় হয়নি তোর। আমরা বারবার তোকে সৎ ভাবে বাঁচতে শিখিয়েছি। আর তুই এমন কাজ করলি, আমরা মুখ দেখাতে পারব না। বেঁচে থাকার অধিকার নেই তোর। ফাঁসি হোক’।
advertisement
নিজেকে CBI-র স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে পরিচয় দিয়ে ঠিক দেবাঞ্জনের মত করেই বহু মানুষকেই চাকরি দেওয়ার টোপ দিয়ে টাকা আত্মসাৎ করেছিল শুভদীপ। তবে তদন্তে জানা গিয়েছে, কলকাতায় CBI-র স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কোনও পদই নেই। এমনকি সল্টলেকের সিজিও কমপ্লেক্সের বিভিন্ন নথিতে সই করে সিলও দিয়েছে শুভদীপ, যা দেখে তাজ্জব হয়ে গেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
advertisement
advertisement
দেবাঞ্জন, সনাতনের মতো শুভদীপের বিরুদ্ধেও উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। মূল অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তিনি। শুভদীপের প্রাক্তন স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই রবিবার প্রকাশ্যে আসে এই ঘটনা। এরপরই শুভদীপকে গ্রেফতার করতে তৎপর হয় পুলিশ। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভদীপ নিজেই জানিয়েছিল, সে দিল্লিতে আছে। আর তা জানা মাত্রই শুভদীপের মোবাইল লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিশ।
advertisement
জানা যায় দেশের রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আত্মগোপন করে আছেন শুভদীপ। এরপরই দিল্লির উদ্দেশে রওনা দেয় হাওড়া সিটি পুলিশের একটি দল। যোগাযোগ রাখা হয় দিল্লি পুলিশের সঙ্গে। দু'তরফের মেলবন্ধনেই এরপর তাজ হোটেল থেকে রবিবার গভীর রাতে গ্রেফতার করা হয় শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake CBI Officer : ‘আমি চাই তোর ফাঁসি হোক’! কান্নায় ভেঙে পরে ছেলেকে বললেন 'ভুয়ো CBI' শুভদীপের মা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement